ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ

প্রকাশিত: ০৪:১৫, ২৪ জুন ২০১৭

ভারতের কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ

শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিটে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছে কার্টোস্যাট-২ সিরিজের কৃত্রিম উপগ্র্রহ। সঙ্গে আরও ৩০টি কৃত্রিম উপগ্রহ। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে পিএসএলভি সি-৩৮ নামের উপগ্রহটি। যার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় বৃহস্পতিবার থেকেই। সফল উৎক্ষেপণের পর ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭১২ কেজির কার্টোস্যাট-২ মূলত রিমোট-সেন্সিং স্যাটেলাইট। যা পৃথিবীকে নিরীক্ষণে নানাভাবে কাজে লাগবে। পাশাপাশি, ২৪৩ কেজি ওজনের আরও ৩০টি বিদেশী ছোট কৃত্রিম উপগ্রহ একসঙ্গে পাড়ি দেয় মহাকাশে। পিএসএলভির ওপর ভর করে যে ৩১টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়, সেগুলোর মোট ওজন প্রায় ৯৫৫ কেজি। ইসরো সূত্রে জানা যায়, মোট ১৪টি দেশের ২৯টি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। -ইন্ডিয়ান এক্সপ্রেস কোমির সঙ্গে আলাপের গোপন কোন টেপ নেই ॥ ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমির কথোপকথন গোপনে রেকর্ড করা হয়নি বলে বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এর আগে এমন গোপন ‘টেপ’ থাকার ইঙ্গিত দিয়েছিলেন। খবর সিএনএন অনলাইনের। কোমিকে বরখাস্ত করার পরপরই টুইট করে গণমাধ্যমে কথা বলার বিষয়ে তাকে হুঁশিয়ার করা এবং কথপোকথনের গোপন ‘টেপ’ থাকার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন ট্রাম্প। আর এখন তিনি ফের টুইট করে বলেছেন, আমি কোন কথা রেকর্ড করিনি। আমার কাছে কোন টেপ বা গোপন রেকর্ড নেই। এফবিআই পরিচালককে বরখাস্ত করার পর একের পর এক টুইটে দুজনের কথোপকথনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সে সময় কোমিকে সতর্ক করেছিলেন ট্রাম্প। কোমির সঙ্গে আলাপের টেপ তার কাছে, থাকতে পারে, বলে টুইটে ইঙ্গিত দিয়ে ট্রাম্প গণমাধ্যমে বানোয়াট কিছু না বলার জন্য সতর্ক করেছিলেন। আর এরপরই ‘টেপ’ হস্তান্তরের জন্য চাপের মুখে পড়েন তিনি। ব্রিটেনে নয়া মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রিপাবলিকান দলের অর্থ যোগানদাতা ও আমেরিকান ফুটবল দলের স্বত্বাধিকারী উডি জনসনকে (৭০) আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দিয়েছেন। খবর এএফপির। ন্যাশনাল ফুটবল লীগের সদস্য নিউইয়র্ক জেটস দলের মালিক হলেন উডি জনসন। রিপাবলিকান দলের জন্য নগদ অর্থ প্রদানে তার ব্যাপক রেকর্ড রয়েছে। গত বছর তার নাম ট্রাম্পের অর্থ সংগ্রহকারী দলে অন্তর্ভুক্ত করা হয়। তিনি দলটির সহনেতা ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তার সমর্থক, অনুদানদাতা ও অর্থ সংগ্রাহকদের প্রায়ই পুরস্কৃত করে থাকেন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে। তারপরও ট্রাম্প প্রশাসনে প্রধান পদগুলো এখনও শূন্য হয়ে আছে।
×