ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফোনে নজরদারির অভিযোগ অস্বীকার মেক্সিকোর প্রেসিডেন্টের

প্রকাশিত: ০৪:১৪, ২৪ জুন ২০১৭

ফোনে নজরদারির অভিযোগ অস্বীকার মেক্সিকোর প্রেসিডেন্টের

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো তার সরকারের বিরুদ্ধে সাংবাদিক, আইনজীবী ও প্রচারকর্মীদের ফোনে নজরদারির অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার জেলিস্কো রাজ্যে এক অনুষ্ঠানে তিনি তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। খবর বিবিসির। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, যারা তার সরকারকে অভিযুক্ত করতে চাচ্ছেন তাদের উচিত আরও প্রমাণ হাজির করা। কোন নাগরিকের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের যে কোন পদক্ষেপকে এই সরকার সুনিশ্চিতভাবেই প্রত্যাখ্যান করবে।’ মঙ্গলবার সাংবাদিক, আইনজীবী ও প্রচারকর্মীদের নয়জন সরকারের বিরুদ্ধে ফোন হ্যাক করে নজরদারির অভিযোগ করেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অপরাধী আর সন্ত্রাসীদের ওপর নজর রাখতে যে স্পাইওয়্যার ব্যবহার করার কথা তা সাংবাদিক ও প্রচারকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করছে মেক্সিকো সরকার। ওই প্রতিবেদন প্রকাশের পর মেক্সিকো সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবার মেক্সিকোর এ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, তারা ভুয়া মেসেজ ও এনএসওর স্পাইওয়্যার সরবরাহকারীদের নিয়ে তদন্ত শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্কের ঘনিষ্ঠ বন্ধুর ৩ বছর কারাদ- দুর্নীতি মামলা দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের এক ঘনিষ্ঠ বন্ধু চোই সুন সিলকে দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদ- দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগগুলোর মধ্যে এটি একটি এবং এ অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তার মেয়েরও। খবর জিনহুয়া অনলাইনের। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট মেয়েকে এক মর্যাদাসম্পন্ন কলেজে ভর্তির জন্য এবং তাকে অনায়াসে উচ্চ গ্রেড পাইয়ে দেয়ার জন্য অবৈধভাবে আনুকূল্য পাওয়ার চেষ্টার দায়ে চোইকে (৬১) তিন বছরের কারাদ- দেয়া হয়। চোই ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশকিছু দুর্নীতি-মামলা রয়েছে। চোইকে এ অভিযোগেই প্রথম দোষী সাব্যস্ত করা হলো। অন্য মামলাগুলো বিচারাধীন রয়েছে। সিউলে ইগুহা উইমেনস ইউনিভার্সিটির সাবেক প্রধানসহ আরও ৩ কলেজ-কর্মকর্তাকে দেড় বছরের স্থগিত দ-াদেশ ও দুই বছরের কারাদ- দেয়া হয়েছে। চোই এ দুর্নীতি কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছেন। এ দুর্নীতির কারণেই পার্ককে পদচ্যুত করতে অনাস্থা প্রস্তাব আনা হয় পার্লামেন্টে।
×