ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-মোদি বৈঠক নিয়ে ভারতীয় মুখপাত্রের আভাস

সীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনা হবে

প্রকাশিত: ০৪:১৪, ২৪ জুন ২০১৭

সীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনা হবে

প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সীমান্ত হয়ে ভারতে সন্ত্রাসবাদ আঘাত হানছে এবং মার্কিন সামরিক সাহায্যের কারণে তা আরও ব্যাপকতা লাভ করছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অভিযোগ উত্থাপন করবেন। বৃহস্পতিবার ভারতীয় সরকারের তরফ থেকে এ রকম আভাস দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। নরেন্দ্র মোদি কি ট্রাম্পের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনা করবেন, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ভাগলে বলেন, এ বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি সবার ভালভাবেই জানা আছে। এমনটা ধরে নেয়া যুক্তিযুক্ত যে ট্রাম্প-মোদি বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে স্থান পাবে। তিনি বলেন, পাকিস্তানী সন্ত্রাসবাদ কেবল ভারতেই না, দক্ষিণ এশিয়ার ও বিশ্বের অন্যান্য দেশকেও আক্রান্ত করছে। ভাগলে আরও বলেন, বন্ধু ও অংশীদার দেশের সঙ্গে আমরা আন্তঃসীমান্ত ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধ নিয়ে আলোচনা চালিয়ে যাব। এছাড়া, পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ভারতবিরোধী তৎপরতায় বেশি কাজে লাগানো হচ্ছে। কাজেই যখন একটি উপলক্ষ হবে, তখন আমরা বন্ধু রাষ্ট্রকে তা অবহিত করব। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতারেস পাক-ভারত সংলাপ অনুষ্ঠানে চেষ্টা করছেন বলে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে গোপাল ভাগলে ফের বলেন, দুই দেশ আলোচনায় সম্মত হলে সেটা দ্বিপাক্ষিকভাবেই হবে। গণমাধ্যমে প্রকাশিত তার একটি প্রতিক্রিয়া আমি দেখেছি। জাতিসংঘের মহাসচিবকে তার সেই অবস্থানের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। জানুয়ারিতে বিশ্বের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেয়ার পর নিউইয়র্কে প্রধান কার্যালয়ে তার প্রথম সংবাদ সম্মেলনে গুয়েতারেস বলেন, কাশ্মীর সঙ্কট সমাধানে পাক-ভারত সংলাপে তিনি কাজ করছেন। ২২ গার্ডিয়ান ড্রোন কিনছে ভারত যুক্তরাষ্ট্র ভারতের কাছে ২২টি গার্ডিয়ান ড্রোন বিক্রি নিশ্চিত করেছে। সরকারী সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ওয়াশিংটন সফরকে সামনে রেখে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এ চুক্তিটিকে গেইম চেঞ্জার বা পরিস্থিতি পরিবর্তনকারী হিসেবে অভিহিত করা হয়েছে। বিশ্বস্ত সরকারী সূত্রে বলা হয়, পররাষ্ট্র দফতর বুধবার ভারত সরকার ও ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্তের কথা অবহিত করা হয়েছে। চুক্তিটি ২০০ থেকে ৩০০ কোটি ডলারের মধ্যে সীমিত থাকবে। এক সূত্রে পিটিআইকে বলেছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এটি হবে ওবামা প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আরও ফলপ্রসূ। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্র জানায়, ২২ প্রিডেটর ড্রোন বিক্রয় বিষয়টি যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের জন্য এক গেইম চেঞ্জার। কারণ, এক বৃহৎ প্রতিরক্ষা অংশীদারের মর্যাদায় সক্রিয় ভূমিকা রাখবে চুক্তিটি।
×