ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূমিকম্পের মাপে ভুল ছিল ৯২ বছর পর জানা গেল !

প্রকাশিত: ১৯:১২, ২৩ জুন ২০১৭

ভূমিকম্পের মাপে ভুল ছিল ৯২ বছর পর জানা গেল !

অনলাইন ডেস্ক ॥ চমকে গেলেন ভূবিজ্ঞানীরা। ততক্ষণে ভূমিকম্পের গ্রাফ রেকর্ড বলছে ক্যালিফোর্নিয়া কেঁপে গিয়েছে। ট্যুইট করার অপেক্ষা ছিল মাত্র। তখনই ধরা পড়ে ভুলটা। দেখা যায়, কম্পিউটার মশাই ‘ভুল’ করেছেন। কি সেই ভুল? USGS সূত্রে জানা গিয়েছে, ৯২বছর আগে কেঁপে উঠেছিল ক্যালিফোর্নিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। এর জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১৩জনের। কিন্তু কম্পিউটারের বেশ কিছু জোরাল ভুল ত্রুটির জন্য কম্পিউটারে ৯২বছর পর ধরা পড়ে সেই ভূমিকম্প। এই সংস্থাটি আরও জানাচ্ছে যদি এই ভূমিকম্পটি তখন ধরা পড়ত, তাহলে এই ভূমিকম্পটি রেকর্ড গড়ত ক্যালিফোর্নিয়া। ঐতিহাসিক ভূমিকম্পের ঘটনাগুলির আপডেট তথ্য পরীক্ষা নিরিক্ষা করার সময়ই কম্পিউটার সিস্টেমে ধরা পড়ে এই ভূমিকম্পটি। এই বিষয়টির জন্য USGS ক্ষমাপ্রার্থীও। তারা জানিয়েছেন, এই সমস্যাটি সমাধান করার কাজ চলছে।
×