ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়মে মন্ত্রণালয় তৎপর

প্রকাশিত: ০৮:০৫, ২৩ জুন ২০১৭

উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়মে মন্ত্রণালয় তৎপর

স্টাফ রিপোর্টার ॥ রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইলে উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়মের খবরে নড়েচড়ে বসেছে শিক্ষা প্রশাসন। ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদফতর বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে। মোবাইলে উপবৃত্তি প্রদানে সমস্যা দ্রুত সমাধান এবং অভিভাবকদের দুর্ভোগ নিরসন করা না হলে চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে হুঁশিয়ারি দিয়ে সাত কর্মদিবসের মধ্যে করণীয় জানাতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তৃনমূল পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির অর্থ প্রদানে গত বছরের ২৪ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে টেলিটক এবং রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়। টেলিটকের ‘মায়ের হাসি’ নামে সিম দিয়ে শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ প্রদানের কথা বলা হয় চুক্তিতে। কিন্তু শুরুতেই অনিয়ম হচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা বলেছেন, অনিয়মের নানা খবর আমরা পাচ্ছি। যা বলার আমরা ব্যাংককে বলেছি। চিঠিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে সারাদেশে মোবাইলে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুবিধাভোগী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে অনিয়ম ও জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রে জানা যায়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং সৃষ্ট সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে জরুরী ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে কী কী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী সাত কর্মদিবসের মধ্যে জানানোর জন্য অনুরোধ করেছে অধিদফতর।
×