ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রকাশিত: ০৭:৪৪, ২৩ জুন ২০১৭

ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে নির্দেশনা দেয়া হচ্ছে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের দ্বারা পর্যায়ক্রমে তদারকির ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সার্কুলারে। এছাড়া ব্যাংকের শাখাসমূহের নিরাপত্তা নিশ্চিতে এবং আইটি সম্পর্কিত ঝুঁকিসমূহ আরও কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করতে ২০১৫ সালের ৫ জুলাই ও ১৭ সেপ্টেম্বর ইস্যুকৃত গাইডলাইনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
×