ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় ১৯ অস্ত্রসহ শ্রমিক লীগ নেতা আটক

প্রকাশিত: ০৭:১০, ২৩ জুন ২০১৭

কুতুবদিয়ায় ১৯ অস্ত্রসহ শ্রমিক লীগ নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, কক্সবাজার, ২২ জুন ॥ কুতুবদিয়া দ্বীপে অভিযান চালিয়ে ১৯ আগ্নেয়াস্ত্রসহ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুলকে (৫২) আটক করেছে র‌্যাব-৭। বুধবার রাত ৩টায় র‌্যাব-৭ এর ৩৫ সদস্যের একটি দল কৈয়ারবিল ইউনিয়নের পরাণ সিকদার পাড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৩-ওয়ান শূটার ও ৬ শটগানসহ ১৯ আগ্নেয়াস্ত্র এবং মজুদ রাখা ২১ তাজা কার্তুজ ও ইয়ারগানের ৬শ’ গুলি উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ডাকবাংলোতে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মরহুম ডাক্তার জাবের আহমদ চৌধুরীর ছেলে। আজম কলোনি গ্রামের ভূমিহীন পরিবারের বহু লবণ চাষের জমি গত ৫ ফেব্রুয়ারি অস্ত্রের মহড়া দিয়ে জোরপূর্বক দখল করতে গেলে ১৫/১৬ লবণচাষী গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসী কর্মকা- ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি থেকে বহিষ্কৃত হয়ে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত হয়ে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। গাজীপুরে জেএমবির দুই বিস্ফোরক সরবরাহকারী আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে জেএমবির বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির রাসায়নিক সরবরাহকারী দু’জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো- মেহেদী হাসান বাবুল (৩৬) ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, গত ৭ মে র‌্যাব-১ এর অভিযানে জেএমবি এর আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারী জঙ্গী সদস্য ইমরান এবং তার সহযোগী রফিককে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে বাবুল ও আনোয়ারকে আটক করে।
×