ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় বিদ্যুতস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৮, ২৩ জুন ২০১৭

খুলনায় বিদ্যুতস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তেরখাদা উপজেলার অজগড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আজগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌকিদার বাদশা শিকদার (৫৫) এবং তার ছেলে শাহীন শিকদার (১৫)। আজগড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য অপূর্ব কুমার মল্লিক বাবা- ছেলের এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, আজগড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌকিদার আজগড়া গ্রামের বাসিন্দা বাদশা শিকদার টিনের ঘরে বসবাস করতেন। ঘর ও গোয়ালঘরের সঙ্গে কাপড় শুকানোর জন্য লোহার তার ঝুলানো ছিল। শাহীন শিকদার বৃহস্পতিবার দুপুরে ওই তারে ভিজা কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে বাবা বাদশা শিকদারও বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান। বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ে নিহত এক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ জুন ॥ বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, রতœাই সীমান্ত এলাকার হরিণমারি বাশগাড়ি গ্রামের আব্দুল আলিমের ছেলে লুৎফর রহমান (২৪) বুধবার রাতে গরু ও মাদকদ্রব্য আনতে সীমান্তে যায়। বৃহস্পতিবার ভোরে রতœাই সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেরার সময় ভারতের সোনামতি ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে লুৎফর রহমান মারা যায়। অন্যরা আহত অবস্থায় পালিয়ে এসে আত্মগোপন করে। বিএসএফ সদস্যরা লুৎফরের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
×