ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীফ হুইপকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:০৭, ২৩ জুন ২০১৭

চীফ হুইপকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ জুন ॥ জাতীয় সংসদের চীফ হুইপ ও এমপি আসম ফিরোজকে কটূক্তি করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সূর্যমণি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রুনিয়া বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন-অর রশিদ খান, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির মোল্লা প্রমুখ। উল্লেখ্য, মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের ইফতার পার্টি থেকে হুইপ আসম ফিরোজ এমকি কটূক্তি করে বক্তব্য দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটে। পৌর মেয়রের সংবাদ সম্মেলন এদিকে বাউফল উপজেলা পরিষদ এলাকায় এক অপ্রীতকর ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল। বুধবার রাত ৯টায় কু-পট্রিস্থ পৌর আওয়ামী লীগের কার্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, শ্রমিক লীগের সভাপতি এসএম ইউসুফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান প্রমুখ। সাংবাদিক সম্মেলনে মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, প্রতিহিংসাপরায়ণ হয়ে একটি পক্ষ বুধবার উপজেলা পরিষদ এলাকায় যে অপ্রীতকর ঘটনার জন্ম দিয়েছেন তা অবশ্যই নিন্দনীয়। প্রতিবন্ধীদের ভাতা প্রদান নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা ২২ জুন ॥ দুর্গাপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র মোঃ আব্দুস সালাম প্রমুখ। দুস্থদের অর্থ বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২২ জুন ॥ সিরাজগঞ্জের যমুনা নদী বিধৌত চরাঞ্চলে চৌহালী উপজেলায় ঈদ উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে অর্থ বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ ম-ল। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ম-ল গ্রুপের সৌজন্যে ৫টি ইউনিয়নের ৪৫০০টি অসহায় পরিবারের মাঝে এক হাজার করে টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ম-ল গ্রুপের এমডি আলহাজ আব্দুল মমিন ম-লসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×