ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৭:০৬, ২৩ জুন ২০১৭

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২২ জুন ॥ গোপালগঞ্জ পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরে ১৩২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে পৌর মেয়র কাজী লিয়াকত আলি এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১৩২ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৩১১ টাকা ৬৪ পয়সা। এর মধ্যে উন্নয়ন আয় ধরা হয়েছে ১২০ কোটি ৮১ লাখ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৩১১ টাকা ৬৪ পয়সা। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। কোটালীপাড়া কোটালীপাড়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরে ১১২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া পৌর মিলনায়তনে পৌর মেয়র এইচ এম অহেদুল ইসলাম হাজরা এই বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১১২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে উন্নয়ন আয় ধরা হয়েছে ১০৯ কোটি ২৬ লাখ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। এ সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর সচিব জহিরউদ্দিন নির্বাহী প্রকৌশলী সরদার মাহাবুবর রহমানসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাজেট অনুষ্ঠানে অংশ নেন। সৈয়দপুর পৌরসভা স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, সৈয়দপুর পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হেেয়ছে। বুধবার বিকেল ৩টায় পৌরসভা মিলনায়তনে প্রায় ৮০ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ৭০৩ টাকার বাজেট ঘোষণা করেন সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। তিন প্রতারক আটক নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ জুন ॥ বোরহানউদ্দিন উপজেলা থেকে প্রতারক ৩ কথিত জিনের বাদশাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার কুঞ্জের হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোÑ রিয়াজ হাওলাদার, কামাল (৩০) ও লোকমান হাওলাদার (৩৫)।
×