ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই

প্রকাশিত: ০৭:০৫, ২৩ জুন ২০১৭

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ জুন ॥ শুধু নেই আর নেই মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুই মেডিক্যাল অফিসার এ হাসপাতালে যোগ দিয়েই বিনানুমতিতে অনুপস্থিত বহুদিন ধরে। মেডিসিন বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, মেডিক্যাল অফিসারসহ বেশ কয়েকজন চিকিৎসক ডেপুটেশনে পৃথক হাসপাতালে কর্মরত। এ হাসপাতালের চিকিৎসক হয়েও তারা স্টেশনে নেই। গাইনি বিশেষজ্ঞ না থাকায় ১০ মাস ধরে প্রসূতিসেবা নেই। নাক-কান-গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট, চক্ষু, এনেসথেসিয়া, প্যাথলজির সহকারী সার্জনসহ গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদে কেউ নেই। প্রায় চার মাস ধরে বিকল এক্স-রে মেশিনের সুবিধা নেই। নার্সসহ তৃতীয়-চতুর্থ শ্রেণীর বেশ কয়েকটি পদে জনবল নেই। পরিচ্ছন্ন কর্মী নেই। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। টয়লেট-পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই। রোগীদের খাবারসহ সেবারও কোন মান নেই। বিদ্যুতের লো-ভেল্টেজে হাসপাতালের বিদ্যুত সংশ্লিষ্ট কাজের নিশ্চয়তা নেই। নিজস্ব জেনারেটরের ব্যবস্থা নেই। এ্যাম্বুলেন্স সুবিধায় আস্থা নেই। এতসব নাই নিয়ে চলছে হাসপাতালটির সেবা কার্যক্রম। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর টিআইবির সনাক ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সেবাগ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভার পর্যালোচনায় আর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রফুল্ল কুমার সাহা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন। অনিয়মের ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন।
×