ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রনকির অবসর

প্রকাশিত: ০৬:৪৯, ২৩ জুন ২০১৭

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রনকির অবসর

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান লুক রনকি। ৩৬ বছর বয়সী রনকি ২০০৮ ও ২০০৯ সালে খেলেছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে। সে সময় তিনি ৪ ওয়ানডে ও ৩ টি২০ খেলেন। তবে ২০১৩ সালে নিজ জন্মভূমি নিউজিল্যান্ডে ফিরে আসেন তিনি। তখন থেকে ব্ল্যাক ক্যাপসদের হয়ে ৪ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ৩২ টি২০ খেলেছেন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন তিনি। এবার নিউজিল্যান্ডের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন রনকি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় কিউইরা। বাংলাদেশের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে খেলেছিলেন রনকি। দেশে ফেরার পর বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। ৩৬ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান দুইদেশের হয়ে ৮৫ ওয়ানডেতে ২৩.৬৭ গড়ে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরিসহ ১৩৯৭ রান করেছেন। টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জার্সিতে সবমিলিয়ে তার ম্যাচ ৩২টি। মাত্র একটি হাফসেঞ্চুরিতে তার রান ৩৫৯। ব্যাট হাতে তার সবচেয়ে স্মরণীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। ২০১৫ সালে ডানেডিনে ৯৯ বলে ১৭০ রান করেন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ৮৮ ও ৩১ রান এসেছিল তার ব্যাটে। ইংল্যান্ডের মাটিতে পঞ্চম টেস্ট জয়ে তার ওই অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে এখন ঘরোয়া প্রতিযোগিতায় মনোযোগ দেবেন রনকি। ওয়েলিংটন ক্রিকেট দলকে এখন সময় দেবেন তিনি। তার নতুন অধ্যায় শুরু হচ্ছে লিচেস্টারশায়ারের পক্ষে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে। অবসর নিয়ে রনকি বলেন, ‘নিউজিল্যান্ড দলে খেলা ছিল স্বপ্ন যেটা সত্য হয়েছিল। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যে সময়টা কাটিয়েছি এরচেয়ে ভাল কিছু আমার মনে আসে না। ক্রিকেট দীর্ঘসময় একজন মানুষকে পরিবারের দূরে রাখে। আমার পরিবার খুবই সমঝদার ছিল।’ নিউজিল্যান্ড কোচ মাইক হেসনও দারুণ প্রশংসা করেছেন রনকির। তিনি বলেন, ‘মাঠে সবসময় একটা প্রাণস্পন্দন ছিল রনকি। দলের প্রতি তিনি সবসময়ই অনেক ভাল কিছু করতে প্রস্তুত ছিলেন।’ বড় ব্যবধানে হারল কৃষ্ণারা স্পোর্টস রিপোর্টার ॥ জাপান সফররত বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল প্রথম ম্যাচের মতো দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে। বুধবার তারা ওসাকার সাকাই একাডেমির কাছে বিধ্বস্ত হয় ০-৫ গোলে। এর আগে তারা সোমবার একই দলের কাছে হেরেছিল ২-৪ গোলে। আজ বৃহস্পতিবার তৃতীয় প্রস্তুতি ম্যাচে কৃষ্ণাদের প্রতিপক্ষ ওসাকা কাইসেই হাইস্কুল।
×