ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্ত ডি মারিয়া

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জুন ২০১৭

মুক্ত ডি মারিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ কর ফাঁকি নিয়ে এখন বিশ্বের সেরা সব ফুটবলাররা ঝামেলার মধ্যে আছেন। এরই মধ্যে সুখবর পেলেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। তারকা এই মিডফিল্ডার কর ফাঁকি দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেও জেল-হাজত থেকে মুক্তি পেয়েছেন। ২০১০ থেকে টানা চার বছর রিয়াল মাদ্রিদে ছিলেন মারিয়া। স্পেনের ক্লাবটিতে খেলার সময়ই তার বিরুদ্ধে ১৬ লক্ষ পাউন্ড কর ফাঁকি দেয়ার অভিযোগ ওঠে। তিনি নাকি ‘ইমেজ রাইটস’ থেকে প্রাপ্ত অর্থ পানামার একটি ব্যাংকে জমা রেখেছিলেন। ২০১৪ সালে রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান তিনি। কিন্তু তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করেনি স্পেনের আয়কর দফতর। আদালতে ডি’মারিয়া অবশ্য স্বীকার করে নেন যে তিনি দুইবার কর ফাঁকি দিয়েছেন। যার জেরে ছ’মাস করে কারাবাসের শাস্তি হয়। সঙ্গে ১৭ লক্ষ ৬০ হাজার পাউন্ড জরিমানা। তবে স্পেনের আইন অনুযায়ী দুই বছরের কম কারাবাসের শাস্তি হলে অভিযুক্তকে জেলে যেতে হয় না। এর আগে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় লিওনেল মেসিকেও ২১ মাসের কারাবাসের শাস্তি দিয়েছিল স্পেনের আদালত। তাকেও জেলে যেতে হয়নি। একইভাবে এবার রেহাই পেলেন তার জাতীয় দলের সতীর্থ ডি মারিয়া। আজ তিন শূটারের জার্মানি যাত্রা স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২২-২৯ জুন জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে শূটিংয়ের আসর ‘আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এতে অংশ নেবে বাংলাদেশের তিন কিশোর শূটার রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও আবদুল লতিফ। গত মে’তে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে একমাত্র শূটিং থেকেই এসেছিল একটি স্বর্ণ এবং একটি রৌপ্যপদক। জার্মানিতে অনুষ্ঠিতব্য এই শূটিং আসরেও দলগত ইভেন্টে পদকের আশা করছে বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশন। আজ বৃহস্পতিবার সকালে এই তিন শূটার বিমানযোগে ঢাকা ছাড়ছে। এরা অংশ নেবে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে। এই তিন শূটারের মধ্যে স্পটলাইটে থাকবে আবু সুফিয়ান। গত বছরের জুলাইয়ে সে রাশিয়ার ইয়াকুশিয়ায় অনুষ্ঠিত ‘চিলড্রেন্স অব ইশয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে’ ১০ মিটার এয়ার রাইফেলে ২০১.০ স্কোর করে ব্যক্তিগত রৌপ্যপদক অর্জন করেছিল।
×