ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নানা চাপের মধ্যে পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম ওয়ানডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

কোচ জটিলতায় টালমাটাল ভারত!

প্রকাশিত: ০৬:৪৭, ২৩ জুন ২০১৭

কোচ জটিলতায় টালমাটাল ভারত!

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ ইস্যুতে টালমাটাল হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শেষ পর্যন্ত দারুণ সফলতার মধ্যে থাকা কিংবদন্তি লেগস্পিনার অনীল কুম্বলে পদত্যাগই করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে তোলা কুম্বলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরোধিতার কারণে পদত্যাগ করেন। অথচ এই টুর্নামেন্টের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও কুম্বলেকে কোচ হিসেবে থাকতে রাজি করিয়েছিল বিসিসিআই। কিন্তু কুম্বলে পদত্যাগ করায় এখন ভারতের অনেক সাধারণ ক্রিকেটপ্রেমী, সুনীল গাভাস্কারসহ অনেক ক্রিকেটবোদ্ধাই কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি তুলেছেন। এই নানাবিধ চাপ মাথায় নিয়েই পোর্ট অব স্পেনে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। কোহলিরা ৫ ম্যাচের সিরিজ খেলতে বুধবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছেন। বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। এখনও গভীর ক্ষত হয়ে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ফাইনালে শোচনীয়ভাবে ১৮০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা বরণ করে বিরাট কোহলির দল। সেটার পেছনে নাকি কোচ কুম্বলের সঙ্গে ফাইনালের দুইদিন আগে অধিনায়ক কোহলির তর্কাতর্কিই মূল কারণ। ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারি হিসেবে কিংবদন্তি কুম্বলেকে রীতিমতো অপমানই করেছেন ওই বৈঠকে কোহলি। ওই সময় সভায় বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তাদের সামনেই কুম্বলের কোচিং স্টাইল বিরক্তিকর বলে অভিযোগ করেন। একইসঙ্গে কোহলি এটাও দাবি করেন দলের কোন ক্রিকেটারই তাকে কোচ হিসেবে পছন্দ করেন না। এখন সব ক্রিকেটারই কোচ হিসেবে ফিরে পেতে চায় রবি শাস্ত্রীকে। অনেকেই মনে করছেন বর্তমানে টিম ডিরেক্টর শাস্ত্রীই আড়াল থেকে এই কলকাঠি নাড়ছেন। তিনি বেশ কিছুদিন কোচের দায়িত্ব পালন করার পর স্থলাভিষিক্ত হয়েছিলেন কুম্বলে। কোহলির এমন অপমানজনক আচরণের কারণে পদত্যাগই করেন কুম্বলে। ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল এ সাবেক লেগস্পিনারের। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার দায়িত্ব পালনের কথা ছিল। কারণ নতুন কোচ এখনও নির্ধারণ করতে পারেনি বিশেষ প্যানেল। সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকর ও ভিভিএস লক্ষণকে নিয়ে গড়া বিশেষ ওই প্যানেলও কুম্বলেকে আবার কোচ করতে সম্মত ছিলেন। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। আর কুম্বলের থাকা হচ্ছে না এটা নিশ্চিত। কোহলির অভিযোগের পর আরেক ক্রিকেট গ্রেট গাভাস্কার উল্টো ক্রিকেটারদেরই দুষেছেন। তিনি মনে করেন যাদের ভাল লাগবে না তারা দল থেকে বের হয়ে যেতে পারে। কারণ দল নৈপুণ্য দেখালে প্রকৃতপক্ষে কোন সমস্যাই থাকে না। অথচ তার অধীনে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দল ১৭ টেস্টের মধ্যে ১২টিতেই জয় তুলে নেয়, বিশ্বসেরা দল হয়। কুম্বলের অধীনে ভারত কোন টেস্ট সিরিজ হারেনি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রানার্সআপ হয়েছে। এ কারণে উল্টো অনেকেই কুম্বলেকে হয় পুনরায় কোচ কিংবা আরও বড় কোন দায়িত্বে দেখতে চাইছেন। কিন্তু কোহলির ভেটো দেয়ার যে ক্ষমতা সেটার কারণেই এখন সরে গেছেন কুম্বলে। তার পরিবর্তে ক্যারিবীয়দের বিরুদ্ধে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এম.ভি শ্রীধর। এখন কুম্বলেকে ছাড়া কঠিন চ্যালেঞ্জ কোহলিদের। সবেমাত্র চিরশত্রু পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বড় ব্যবধানে হারের টাটকা ক্ষত এখন পর্যন্ত হতাশার কারণ। এরমধ্যে আবার কোচ ইস্যুতে কোহলির বিতর্ক দলকে পুরোপুরিই টালমাটাল করে দিয়েছে। এই অবস্থায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল করাটা বড় পরীক্ষা ভারতের জন্য। এই সফরে সুবিধা করতে না পারলে কোহলি নিজেও বেকায়দায় পড়বেন। তাই বেশ চাপের মুখে আছে ভারতীয় দল। তবে সাম্প্রতিক সময়ে ক্যারিবীয়রা তেমন ভাল অবস্থায় নেই। সম্প্রতিই তারা সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ড্র করেছে। র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকার কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারেনি তারা। তবু ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার কারণে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই সফরকারী ভারতের মুখোমুখি হচ্ছে তারা। ২৫ জুন পোর্ট অব স্পেনে দ্বিতীয়, ৩০ জুন নর্থ সাউন্ডে তৃতীয়, ২ জুলাই নর্থ সাউন্ডে চতুর্থ এবং ৬ জুলাই কিংস্টনে পঞ্চম ওয়ানডে। সফরের একমাত্র টি২০ খেলবেন কোহলিরা ৯ জুলাই কিংস্টনেই।
×