ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাড়তি ভাড়া আদায় বন্ধ দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ জুন ২০১৭

বাড়তি ভাড়া আদায় বন্ধ দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২২ জুন ॥ অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বন্ধের জন্য বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও এ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায়, যাত্রীদের পক্ষে ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম, শিক্ষিকা উম্মে তাসলিমা চৌধুরী, মোঃ জামশেদ হোসেন, রুদ্র সাজিদুল করিম, শ্রীকৃষ্ণ চৌধুরী, সাখাওয়াত হোসেন, দেবব্রত দাশ, সত্যজিৎ দেব, জুনাইদুল ইসলাম, রিমন নাথ প্রমুখ। যাত্রীদের অভিযোগ ও স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়ায় বাস ও মিনিবাস কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মালিক সমিতি এলাকার লোকজনকে হয়রানি করে আসছিলেন। প্রতি বৃহস্পতিবার যাত্রীদের কাছ থেকে চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া আদায় করা হয়। অথচ নির্ধারিত ভাড়া ছিল ১৮-২০ টাকা। চলতি বছরের ১৫ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় উল্টো হেলপার ও চালকের কাছে নাজেহাল হয়েছেন। উত্তেজিত জনতা বাসটি পটিয়া থানায় ঢুকিয়ে দেয়।
×