ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফখরুলের গাড়িবহরে হামলা

এবার বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা

প্রকাশিত: ০৬:১২, ২৩ জুন ২০১৭

এবার বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পরিদর্শনে যাওয়ার পথে রাঙ্গুনিয়া এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় এবার পাল্টা মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতাদেরই। বৃহস্পতিবার চট্টগ্রামে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক আ স ম শহিদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন রাঙ্গুনিয়ার সিএনজি অটোরিক্সাচালক মোঃ মহসিন। এতে ২৬ জনকে আসামি করা হয়েছে, যাদের সকলেই রাঙ্গুনিয়া বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগে বিএনপির এক নেতার দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের ২৬ জনকে আসামি করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, সিএনজি অটোরিক্সাচালক মহসিনের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি শওকত আলীসহ ২৬ জনকে। এ মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, গত রবিবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রতিনিধি দলের গাড়িবহরটি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় অটোরিক্সাচালক মহসিন এবং আবদুল আজিজের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় তারা প্রতিবাদ করলে গাড়িবহরের লোকরাই তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। প্রতিবাদে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে দুটি গাড়ি ভাংচুর করে। উল্লেখ্য, এর আগে একই ঘটনায় একই আদালতে মামলা দায়ের করেছিলেন বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক জেলা পিপি এ্যাডভোকেট ইমামুল হক। একই ধারায় দায়ের করা ওই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ২৬ জনকে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে। আদালত এ অভিযোগটিরও তদন্তের নির্দেশ দিয়েছে পিবিআইকে।
×