ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৈদেশিক মুদ্রার মজুদ ৩৩শ’ কোটি ডলার ছাড়িয়েছে

প্রকাশিত: ০৬:১১, ২৩ জুন ২০১৭

বৈদেশিক মুদ্রার মজুদ ৩৩শ’ কোটি ডলার ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার অতিক্রম করে। প্রতি মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলার আমদানি খরচ হিসেবে এ রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। এর আগে গত বছরের শেষদিকে দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সময়োপযোগী বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবস্থাপনার কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় পরিমাণের দিক দিয়ে আমদানি বাড়লেও বৈদেশিক মুদ্রার তুলনামূলক ব্যয় কম হচ্ছে। পাশাপাশি এবার রফতানিতেও ভাল প্রবৃদ্ধি আছে। প্রবাসী বাংলাদেশীরা নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছেন। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে। এদিকে চলতি অর্থবছরের মে মাসে প্রবাসীরা প্রায় ১২৭ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে; যা চলতি অর্থবছরের মধ্যে একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এটি আগের মাস এপ্রিলের তুলনায় ১৬ শতাংশ এবং গত অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় সাড়ে ৪ শতাংশ বেশি। অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে অর্থাৎ অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি খাতে আয় হয়েছে ৩ হাজার ১৭৯ কোটি ৭ লাখ মার্কিন ডলার। যা গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের রফতানি আয়ের তুলনায় ১১২ কোটি ৬৫ লাখ ডলার বেশি। এ সময়ে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।
×