ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৬:০৬, ২৩ জুন ২০১৭

ঝলক

মুরগির মাংস খেতে ছুটি চাই ছুটির জন্য কতো অজুহাতের দরকার হয়। এবার ছুটির আবেদন করে রীতিমতো নজির গড়েছেন ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার রেলওয়েতে চাকরি করা এক কর্মী। মুরগির মাংস খাওয়ার জন্য সাত দিনের ছুটির আবেদন করেছেন তিনি। জেলার দীপকা এলাকায় রেলওয়ে অফিসে কাজ করেন পঙ্কজ রাজ নামের ওই কর্মী। ছুটির জন্য হিন্দিতে লেখা তার ওই চিঠি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। চিঠিতে পঙ্কজ লেখেন, সামনে শ্রাবণ মাস। এ মাসে তার বাড়ির কেউ আমিষ খায় না। তাই তিনি মুরগির মাংস খেতে পারবেন না। এতে শরীর দুর্বল হয়ে পড়বে। এজন্য তিনি ২০ থেকে ২৭ জুন পর্যন্ত ছুটি চান। মজার বিষয়, তার ছুটি আবেদন নাকচ করেননি স্টেশন মাস্টারও। বরং আবেদন মঞ্জুর করেছেন তিনি।-ওয়েবসাইট নারীদের ছবি বন্ধ! নারীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে নতুন দুটি টুল নিয়ে এসেছে ফেসবুক। কারণ ছবি ডাউনলোডের পর তা বিকৃত বা ভুয়া এ্যাকাউন্ট তৈরির ঘটনা ঘটছেই। এসব প্রতিরোধ করার মতো এতদিন শক্তিশালী ফিচার ছিল না ফেসবুকের কাছে। সেই সমস্যা দূর করতে সক্ষম হলো ফেসবুক। এ ফিচার ব্যবহার করলে ছবি ডাউনলোড করে কেউ ভুয়া এ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। ভুয়া এ্যাকাউন্ট বন্ধে ফেসবুক যে দুটি ফিচার নিয়ে এসেছে। প্রথমটি হলো ‘ফোটো গার্ড’। এটি ব্যবহার করলে কেউ এ ছবি ডাউনলোড, শেয়ার বা মেসেঞ্জারেও কাউকে পাঠাতে পারবে না। এ ফোটোগুলির স্ক্রিনশটও কেউ নিতে পারবে না। দ্বিতীয়টি হলো ‘ফোটো ফিল্টার’। এর মাধ্যমে ছবিগুলিতে বিভিন্ন জায়গার শিল্পের ডিজাইন ব্যবহার করা যাবে। ছবিতে এ ফিল্টার লাগালে সেই ছবি ডাউনলোড করার প্রবণতা কমে যাবে। দুটি ফিচারই ফেসবুকের নিউজ ফিডে প্রোমোট করা হবে।-টেক টাইমস
×