ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আল বিদা মাহে রমজান

প্রকাশিত: ০৬:০৫, ২৩ জুন ২০১৭

আল বিদা মাহে রমজান

অধ্যাপক মনিরুল ইসলাম রফিক ॥ পবিত্র মাহে রমজানের আজ ২৭তম দিবস। আজ মাহে রমজানের সমাপনী জুমা। রমজান মাসের শেষ জুমা বা জুমাতুল বিদা। অত্যন্ত ফজিলতওয়ালা ও আবেগঘন একটি দিবস। গতকাল আমলা অতিক্রম করেছি পবিত্র শবে কদর বা হাজার মাসের শ্রেষ্ঠ রজনী। ইবাদত ও রোনাজারীর রজনী। পবিত্র কুরআনুল কারীম নাযিলের রজনী। রাতভরের তাসবীহ তাহলীল, সালাত তিলাওয়াতের মাধমে প্রকৃত মুমিন জীবন আজ পরিশুদ্ধ ও পুণ্যস্নাত। সূর্য উদিত হতেই জুমাতুল বিদার বার্তা। তাই আজও মুসলমানরা ইবাদতের প্রতিযোগিতা ও আনুষ্ঠানিকতাই উদ্বেলিত। জুমার দিনের ফজিলত অন্য যে কোন দিনের চেয়ে বেশিÑ একথা বলাই বাহুল্য। মাহে রমজানের সর্বশেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে দাগ কাটে বেশি। এদিন নগরীর মসজিদগুলো মুসল্লিতে উপচে পড়ে। রাজপথ হয় লাখো মুসল্লির জায়নামাজ। এদিন মসজিদে মসজিদে ইমাম খতিবগণ তাদের খুতবায় হৃদয়গ্রাহী সুরে মাহে রমজানকে আনুষ্ঠানিক বিদায় জানান। ভাবাতুর মুসল্লিগণ এসব শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। এমন রমজান আগামীতেও পাওয়ার জন্য হয়ে উঠেন ব্যাকুল। কারণ আগামী রমজানের ব্যবধান আরও ১ বছর। এ সময় পর্যন্ত হায়াৎ পেতেও পারে নাও পেতে পারে। যারা আগামী রমজানের আবার ফরয নফল ইবাদত করে জীবনকে ধন্য করতে পারবেন তারাই তো হবে ভাগ্যবান! মুসলমানদের বিশ্বাস মাহে রমজানের এ একটি জুমা অন্য মাসে ৭০টি জুমার সমতুল্য মর্যাদাবান। এদিন খতিব সাহেবগণ সাদাকাতুল ফিতরের পরিমাণ ও আসন্ন ঈদের নানা হুকুম আহকাম ঘোষণা করেন। সবশেষে কান্না ঝরা কণ্ঠে করেন আখেরী মুনাজাত। এ দৃশ্য সকলেরই হৃদয় কাড়ে।
×