ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প জামাতার সাক্ষাত

প্রকাশিত: ০৪:০০, ২৩ জুন ২০১৭

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প জামাতার সাক্ষাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টা ও জামাতা জেরেক কুশনার গত বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে এক ‘অর্থপূর্ণ’ আলোচনায় মিলিত হন। এএফপি। এ সময় কুশনার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জেসন গ্রীনব্লাটকে সঙ্গে নিয়ে দু’টি বিবদমান পক্ষের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কথা বলেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা ২০১৪ সালে ভেঙ্গে যায়। নেতানিয়াহুর সঙ্গে আলোচনাকালে ইসরাইল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যানও উপস্থিত ছিলেন। আলোচনায় তারা ইসরাইলের অগ্রাধিকারমূলক তথ্য এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে তারা এই এলাকার নিরাপত্তা বিধানে ইসরাইলের ভূমিকার কথা স্বীকার করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠককে অর্থপূর্ণ বলা যায় এই কারণে যে, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যও উদ্দেশ্যের প্রতি উভয়পক্ষ তাদের সমর্থন জানিয়েছে। এ প্রসঙ্গে ইসরাইলী প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। ফিন্সবেরি পার্কে চার্লস ব্রিটেনের যুবরাজ চার্লস বুধবার ফিন্সবেরি পার্ক মুসলিম কমিউনিটি সেন্টার ও মসজিদ পরিদর্শন করেছেন। সেখানে একটি স্থানীয় মসজিদ ফেরত মুসল্লিদের ওপর রবিবার মধ্যরাতে একটি ভ্যান উঠিয়ে দিলে একজন নিহত ও ১০ আহত হন। চার্লস ব্রিটেনে মুসলিম কমিউনিটিগুলোর কেন্দ্রীয় সংগঠন ওয়েলফেয়ার হাউসে যান। তিনি এর আগে হামলা স্থলে গিয়ে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। -পিপল ত্রুটিপূর্ণ যন্ত্রের মাশুল ত্রুটিপূর্ণ ক্রিম ডিসপেন্সার বিস্ফোরণে বুকে আঘাত পেয়ে মারা গেছেন ৩৩ বছর বয়সী ফরাসী মডেল তারকা রেবেকা বার্গার। তার পরিবার এ তথ্য জানিয়েছে। তারা কোন ফ্রেঞ্চ ক্রিম ডিসপেন্সার ব্যবহার না করারও আহ্বান জানিয়েছেন। বাজারে এ ধরনে ত্রুটিপূর্ণ সরঞ্জামাদি প্রচুর রয়েছে। ডাক্তাররা অবশ্য জানিয়েছেন কার্ডিয়াক এ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। ইনস্টাগ্রামে রেবেকার ১ লাখ ৫৬ হাজার ফলোয়ার রয়েছে।-বিবিসি
×