ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন দূতাবাস ২৫ থেকে ২৮ জুন বন্ধ থাকবে

প্রকাশিত: ০৩:৫৮, ২৩ জুন ২০১৭

মার্কিন দূতাবাস ২৫ থেকে ২৮ জুন বন্ধ থাকবে

কূটনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত চারদিন ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক এ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ঈদ-উল-ফিতর বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। শুরু হয়েছে ঈদের ছুটি বিশেষ প্রতিনিধি ॥ ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদ-উল ফিতর মিলিয়ে টানা ৫ বা ৬ দিনের ছুটি শুরু হয়েছে। সপ্তাহে এক বা দুই দিন অফিস খোলা থাকলেও অধিকাংশই ছুটি কাটাবেন। সে হিসেবে টানা নয় দিন ছুটির কবলে পড়তে যাচ্ছে দেশ। অন্যান্য সময়ের মতো ঈদের আগে শেষ কর্মদিবসে এবার তেমন ছুটির আমেজ নেই। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের কাছাকাছি। ঈদের আগে শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অনেকটা কর্মচাঞ্চল্যহীন থাকে। অনেকে হাজিরা দিয়েই বাড়ি ফিরতে ছোটেন রেলস্টেশন, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে। এবার সেই চিত্র নেই। ব্যাংক পাড়ার চিত্রও একই। ছুটির হালকা আমেজ থাকলে গ্রাহকের চাপে তা স্বাভাবিকে পরিণত হয়েছে। এবার সরকারী চাকুরেরা ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ছুটি কাটাবেন। ২৩ ও ২৪ জুন যথাক্রমে শুক্র ও শনিবার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ছুটি থাকবে ২৮ জুন পর্যন্ত। সে ক্ষেত্রে ২৯ জুন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটি কাটাবেন। আর ২৮ জুন অফিস খুললেও সপ্তাহের শেষ দুইদিনও অধিকাংশই ছুটি কাটাবেন।
×