ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

প্রকাশিত: ২১:৩৬, ২২ জুন ২০১৭

দুর্গাপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোণা) ॥ দুর্গাপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আল আজাদ, পৌর মেয়র মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ,প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা,সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে ২০১৬-২০১৭ অর্থ বছরে ২২ জনকে বয়স্ক ভাতা প্রতি মাসে ৫শত টাকা হিসাবে ৯ মাসের একত্রে ৯৯ হাজার টাকা। বিধবা ভাতা ৬ জনকে প্রতিমাসে ৫শত টাকা হিসাবে ৯ মাসের একত্রে ২৭ হাজার টাকা। প্রতিবন্ধী ভাতা ২৩জনকে প্রত্যেককে ৬শত টাকা হিসাবে ৯ মাসের একত্রে ১লক্ষ ২৪ হাজার ৪শত ৭টাকা বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রতিনিধিকে জানান এ উপজেলায় বিভিন্ন রকমের মোট ভাতাভোগী ৯হাজার ১শত ৮৬জন। উল্লেখ্য যে, এর মধ্যে বেদে এবং অনগ্রসর জনগোষ্ঠির ১৫ জন শিশুকে শিক্ষা উপবৃত্তি, ১৫ জন বয়স্ককে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। শিশু সুরক্ষার আওতায় ৫টি এতিম খানায় ১৩২ জন শিশুর শিক্ষা,চিকিৎসার জন্য ১৫লক্ষ ৮৪ হাজার টাকা প্রদান করা হয় প্রতি বছর। সব মিলিয়ে এ উপজেলায় সমাজ সেবা অফিসের আওতায় সরকার ০৫ কোটি ৫৬ লক্ষ ৫১ হাজার ২ শত টাকা সামাজিস নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিতরণ করছেন।
×