ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদে ঘরমুখো মানুষের ভিড় টার্মিনালে

প্রকাশিত: ১৮:২০, ২২ জুন ২০১৭

ঈদে ঘরমুখো মানুষের ভিড় টার্মিনালে

অনলাইন রিপোর্টার ॥ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বড়ির দিকে ছুটছে মানুষ। রাজধানী ছাড়তে গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় সকাল থেকে লক্ষণীয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলী ও মাজার রোডে অবস্থিত বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, ঘরমুখো যাত্রীর প্রচন্ড ভিড়। কাউন্টারগুলো কানায় কানায় পূর্ণ। বসার জায়গা না থাকায় কাউন্টারের বাইরে ও চায়ের দোকানে বসতে দেখা গেছে যাত্রীদের। মহাসড়কে যানজটের কারণে কয়েকদিন থেকে গাবতলী থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গের পরিবহনগুলোর শিডিউল বিপর্যয় ছিলো। আজকেও তার ব্যতিক্রম দেখা গেলো না। রাজশাহী, রংপুর, নওগাঁ, নীলফামারী,বগুড়াসহ উত্তরাঞ্চলের কোনো বাস সময় মতো ঢাকা ছাড়তে পারছে না। শিডিউল বিপর্যয়ে ঘরমুখো যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেলো। এছাড়া কাউন্টারগুলোতে পর্যাপ্ত বসার স্থান না থাকা ব্যাগ-বস্তা নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এতে অনেক যাত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া যারা আগে টিকিট কাটেন নি,এসব যাত্রীদের টিকিটের জন্য কাউন্টারে ছোটাছুটি করতে দেখা গেছে। আর এই সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা নিজেদের ইচ্ছা মত দাম হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ যাত্রীদের। দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলো ফেরিঘাটের যানজট না থাকায় যথা সময়ে ছাড়তে দেখা গেল। এদিকে উত্তরবঙ্গগামী পরিবহনগুলোর শিডিউল বিপর্যয়ের কোনো ধরনের পরিবর্তন হয় নি। ৩/৪ ঘণ্টা শিডিউল বিপর্যয় নিয়ে ঢাকা ছাড়ছে বাসগুলো।
×