ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার সুপারিশ এনবিআরের

প্রকাশিত: ০৮:৫৭, ২২ জুন ২০১৭

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার সুপারিশ এনবিআরের

স্টাফ রিপোর্টার ॥ মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করেছে এনবিআর। শুল্কমুক্ত সুবিধায় আনা একটি রেঞ্জ রোভার গাড়ি ভুয়া কাগজপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন করার অভিযোগে মামলার সুপারিশ করা হয়। বুধবার এ বিষয়ে শুল্ক গোয়েন্দাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন দুদকে পৌঁছেছে। শুল্ক গোয়েন্দা দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রিন্স মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে বিল অব এন্ট্রি প্রদর্শনের মাধ্যমে গাড়িটি রেজিস্ট্রেশন করেন। কিন্তু শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, এই গাড়ির শুল্ক ছিল দুই কোটি ১৬ লাখ টাকা। প্রিন্স মুসা ভুয়া কাগজ দেখিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।
×