ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীনা বাজার ও নন্দনকে জরিমানা

প্রকাশিত: ০৮:৫৭, ২২ জুন ২০১৭

মীনা বাজার ও নন্দনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে গরুর মাংসের দাম বেশি রাখায় মীনা বাজারকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই অভিযোগে নন্দন সুপার সপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ও পচা, মেয়াদোত্তীর্ণ দুধ ও ফল দিয়ে খাদ্যপণ্য তৈরির অভিযোগে সিএফসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার রাজধানীর ধানম-ি, ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অংকের এসব জরিমানা এবং তা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের তিন সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল, প্রণব কুমার প্রামাণিক ও ফাহমিনা আক্তার।
×