ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন ভারতীয় চ্যানেল

বন্ধের রিট খারিজের বিরুদ্ধে লিভ-টু আপীল শুনানি ২২ অক্টোবর

প্রকাশিত: ০৮:৫৬, ২২ জুন ২০১৭

বন্ধের রিট খারিজের বিরুদ্ধে লিভ-টু আপীল শুনানি ২২ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় ভারতীয় তিন টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি সিনেমা বন্ধ করা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে লিভ-টু আপীলের শুনানির দিন ধার্য করেছে চেম্বার জজ আদালত। আগামী ২২ অক্টোবর সুপ্রীমকোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত শুনানির জন্য এই দিন ধার্য করে আদেশ দেন। অন্যদিকে নিম্ন আদালতে বিচারকেদের বিচারিক ও প্রশাসনিক কাজের মূল্যায়নের নীতিমালা প্রকাশের পর ১২টি জেলার মাসিক বিবরণী চেয়েছে সুপ্রীমকোর্ট। ভারতীয় তিন টিভি চ্যানেল বন্ধ করা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে আপীল শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। আদালতের আদেশের পর রিটকারী আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করা হয়। আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া ওই আবেদন করেন।
×