ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদে যাত্রাপথে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য

প্রকাশিত: ০৮:৫৪, ২২ জুন ২০১৭

ঈদে যাত্রাপথে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য

স্টাফ রিপোর্টার ॥ ঈদে যাত্রাপথে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী সাধারণ অস্বাভাবিক হয়রানির শিকার হচ্ছে দাবি করে অবিলম্বে এই নৈরাজ্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সংগঠনের পক্ষে আয়োজিত ‘ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে’ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন টিকেট অব্যবস্থাপনা, সড়ক অব্যবস্থাপনাসহ ঈদযাত্রার নানাক্ষেত্রে গলদ থাকায় যাত্রীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছে। ভাড়া নৈরাজ্যে প্রতিরোধে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে মালিক-শ্রমিকদের নিয়ে প্রতিবছরের মতো গতানুগতিক পদ্ধতিতে ভিজিল্যান্স টিম বা মনিটরিং কমিটি গঠনের করা হলেও প্রকৃতপক্ষে কোথাও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্ভোগের শিকার যাত্রীরা রাস্তায় আহাজারি করলেও কারও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটক যাত্রীরা রাস্তায় ইফতার বা সেহেরি করতে পারছে না। এসব দুর্ভোগের শিকার যাত্রীদের পাশে দাঁড়াতে স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে যাত্রী স্বার্থ সংরক্ষণকারী এই সংগঠন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. ইকরাম আহমেদ, বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ খান, বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্যপরিষদের সমন্বয়ক হোসেন আহমদ মজুমদার, ঢাকা অটোরিক্সা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ খোকন, যাত্রী কল্যাণ সমিতির সামসুদ্দীন চৌধুরী, জিয়াউল হক চৌধুরী প্রমুখ।
×