ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণভবনে শিল্পী সাহিত্যিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রকাশিত: ০৭:৫৫, ২২ জুন ২০১৭

গণভবনে শিল্পী সাহিত্যিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

বিডিনিউজ ॥ কবি, সাহিত্যিক, শিল্পীদের সঙ্গে গণভবনে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারী বাড়িতে বুধবারের এই ইফতার অনুষ্ঠানে শেখ হাসিনার স্বজন ও বিশিষ্টজনরাও ছিলেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ এই ইফতার অনুষ্ঠানে ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কবি রুবি রহমান, চিত্রনায়ক রাজ্জাক, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, শহীদুল আলম সাচ্চু, হিল্লোল, সাজু খাদেম, অভিনেত্রী নূতন, অঞ্জনা, শমী কায়সার, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী। অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন ইফতারে। প্রধানমন্ত্রীর স্বজনদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, নূরে আলম লিটন চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ সদস্য হাবিব এ মিল্লাত, সংসদ সদস্য কাজী রোজি ও শেখ কবির হোসেনও ছিলেন অনুষ্ঠানে। গণভবনের মাঠে এই ইফতার অনুষ্ঠান হয়। ইফতারের কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী এসে বিভিন্ন টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেমী।
×