ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিডিও প্রযুক্তিতে খুশি ফিফা

প্রকাশিত: ০৭:১৩, ২২ জুন ২০১৭

ভিডিও প্রযুক্তিতে খুশি ফিফা

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ায় চলমান ফিফা কনফেডারেশন্স কাপ ফুটবলে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচে এর সফল প্রয়োগও হয়েছে। সফল এই প্রক্রিয়ায় সন্তুষ্ট ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কনফেডারেশন্স কাপে এখন পর্যন্ত ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির সফল ব্যবহার হয়েছে। বিশ্বকাপের মহড়া আসরে বুধবারের আগ পর্যন্ত পাঁচবার ভিডিও প্রযুক্তির ব্যবহার হয়েছে। মাঝে মধ্যে যা দর্শকদের বিভ্রান্তিতে ফেলেছে। তবে ব্যবহারে সন্তুষ্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। তিনি বলেন, আমরা দেখেছি, ভিডিও এ্যাসিস্ট্যান্ট কিভাবে রেফারিদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। এখন পর্যন্ত আমি ভিএআর ব্যবহারে খুব খুশি। এটা একটা মাইলফলক টুর্নামেন্ট। ফিফার কোন আসরে ভিডিও এ্যাসিস্ট্যান্ট প্রথম ব্যবহাত হয় গত নবেম্বরে জাপানে ক্লাব বিশ্বকাপে। পরে আরও কিছু প্রতিযোগিতায় এর ব্যবহার হয়েছে। কনফেডারেশন্স কাপে মেক্সিকোর বিরুদ্ধে পেপে বল জালে পাঠালেও ভিএআর রেফারেল নিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি। একইদিনে একইভাবে ক্যামেরুনের বিরুদ্ধে চিলির ফরোয়ার্ড এডুয়ার্ডো ভারগাসের একটি প্রচেষ্টাও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। পরে যোগ করা সময়ে ভারগাসের গোলে অফসাইড সন্দেহে রেফারেল নিয়েছিলেন রেফারি। তবে ভিডিও দেখে বাজে গোলের বাঁশি। ফিফা জানিয়েছে, রেফারেল নেয়া পাঁচটি ঘটনাই ছিল গোল সম্পর্কিত। এর মধ্যে চারটি অফসাইড সম্পর্কিত, অন্যটি হ্যান্ডবল সন্দেহে। রুবেলের সফল অস্ত্রোপচার স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মুখের এক পাশে অস্ত্রোপচার হয়। তাকে অন্তত দেড় মাস খেলা ও অনুশীলনের বাইরে থাকতে হতে পারে। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘রুবেলের মুখের ডানদিকে ডায়াগমেটিক আর্চে একটা ফ্র্যাকচার (চিড়) ধরা পড়ে। আমরা দেশের শীর্ষ সার্জনদের সঙ্গে কথা বলি। তারাও অপারেশনের পক্ষে মত দেন। সে অনুযায়ী আজ (বুধবার) অপারেশন সম্পন্ন হয়। সার্জনের সঙ্গে কথা হয়েছে। অপারেশনের পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আগামীকাল (আজ) আরেকবার এক্সরে করার মাধ্যমে চেক করে দেখা হবে। জানতে চেষ্টা করা হবে যে ফ্র্যাকচার সেগমেন্ট ঠিক জায়গায় আছে কি না। ঠিক থাকলে কালই (আজ) রুবেলকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন চার থেকে ছয় সপ্তাহের মধ্যে খেলায় ফিরতে পারবে।’ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকলে বার্মিংহামে হোটেলের দরজার সঙ্গে ধাক্কা লাগলে বাঁ চোখ ও কানের মাঝখানে বড় রকমের চোট পান ২৭ বছর বয়সী রুবেল। এমআরআই রিপোর্টে চোটের জায়গায় চিড় ধরা পড়লে ডাক্তার দ্রুত অপারেশনের পরামর্শ দেন। ২০০৯ থেকে দেশের জার্সিতে ২৪ টেস্ট, ৭৭ ওয়ানডে ও ১৪টি টি২০ খেলে যথাক্রমে ৩২, ৯৩ ও ১৪টি করে উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার।
×