ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোগবা ইস্যুতে মুক্ত ম্যানইউ

প্রকাশিত: ০৭:১৩, ২২ জুন ২০১৭

পোগবা ইস্যুতে মুক্ত ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বরেকর্ড গড়ে পল পোগবাকে দলে বেড়ায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তার দলবদল নিয়ে ছিল বিতর্কের ঢেউ। যা গড়ায় ফিফা পর্যন্ত। অবশেষে পোগবার দলবদল ইস্যুতে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ম্যানইউকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এ বিষয়ে ইতালীয় ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটি তদন্ত কাজও শুরু করেছে বলেও জানিয়েছে তারা। জুভেন্টাস থেকে ১১১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থের বিনিময়ে ২০১৬ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাটেডে ফিরে আসেন পোগবা। রেকর্ড পরিমাণ অর্থে ওই দল বদলের ঘটনাটি তোলপাড় সৃষ্টি করে। এরপর ম্যানইউর বিরুদ্ধে তদন্তে মাঠে নামে ফিফা। এরই ধারাবাহিকতায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেডের বিরুদ্ধে অনৈতিক কিছু পায়নি উল্লেখ করে তাদের তদন্ত থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। এখন তারা জুভেন্টাসের বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত কাজ শুরু করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফিফার বিজ্ঞপ্তিতে বলা হয়, জুভেন্টাসের বিরুদ্ধে এখন ডিসিপ্লিনারি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এটিও নিশ্চিত করছি যে ম্যানচেস্টার ইউনাইটেডকে তদন্ত থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অ-১৬ দলের ট্রায়ালে ২৩ পাইওনিয়ার ফুটবলার স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় ফুটবল দলের সামনে দুটি পরীক্ষা। একটি আগামী আগস্টে ভুটানে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ, আরেকটি কাতারে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এএফসি চ্যাম্পিয়নশিপ। ঈদুল ফিতরের পরেই শুরু হবে প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প। তবে ইতোধ্যেই কিছু খেলোয়াড় বাছাই করে ফেলেছেন জাতীয় দলের অস্ট্রেলিয়ান নতুন কোচ এ্যান্ড্রু অর্ড। চলমান পাইওনিয়ার ফুটবল লীগের খেলা দেখে তিনি ২৩ ফুটবলারকে প্রাথমিকভাবে বাছাই করে রেখেছেন। এই খেলোয়াড় বাছাইয়ে আরও সম্পৃক্ত ছিলেন বাফুফের স্ট্র্যাটেজিক এ্যান্ড ডিরেক্টর পল স্মলি, কোচ বি এ জোবায়ের নিপু, সৈয়দ গোলাম জিলানী, মন্টু ও পোলো। এ প্রসঙ্গে পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র জনকণ্ঠকে জানান, ‘আমি খুবই গর্বিত যে আমাদের পাইওনিয়ার ফুটবলের এতগুলো ছেলে অ-১৬ ক্যাম্পের জন্য বাছাই হয়েছে। আশাকরি তাদের অধিকাংশই মূল দলে নিজের যোগ্যতায় ঠাঁই করে নেবে।’ বাছাইকৃত এই ২৩ ফুটবলার হলো : ফাহিম, নাজমুল, আনন্দ, জেহাদ, সাইমন, রাজা, পারভেজ, মেহেদী, শহীদ, আনিসুর, আকাশ, আরিফুল, ইমন, হাবিবুর, আল আমিন, জয়, আবির, আফজাল, রফিকুল, ইব্রাহিম, শান্ত, মোঃ ইমন এবং কাসিম।
×