ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্প্রিন্টার ডি গ্রাসির স্টকহোম জয়

প্রকাশিত: ০৭:১২, ২২ জুন ২০১৭

স্প্রিন্টার ডি গ্রাসির স্টকহোম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভবিষ্যত উসাইন বোল্টের ছায়া তার মধ্যে দেখছেন অনেকেই। কিন্তু মাঝে একেবারেই নিজেকে মেলে ধরতে পারছিলেন না। অবশেষে টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসি। স্টকহোম ডায়মন্ড লীগে পুরুষদের ১০০ মিটারে দুর্দান্ত টাইমিং গড়েছেন তিনি। মাত্র ৯.৬৯ সেকেন্ডে বিদ্যুতবেগে পেরিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন বোল্টের যোগ্য উত্তরসূরিই হতে চলেছেন তিনি। ২২ বছর বয়সী গ্রাসি যোগ্য উত্তরসূরি হবে বোল্টের এমন কথা অনেক আগে থেকেই আলোচনা করছেন সবাই। সর্বকালের সবচেয়ে গতিধর মানব হিসেবে স্বীকৃত জ্যামাইকার বোল্ট ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডধারী। কিংবদন্তি এ স্প্রিন্টার এবার আগস্টে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগত থেকে অবসর নেবেন। তার অভাবটা পূরণ করার ক্ষেত্রে গ্রাসিকেই বিবেচনা করছেন সবাই। কিন্তু তেমন সুবিধা করতে পারেননি মাঝের কয়েকটি রেসে। অবশেষে গত সপ্তাহে তিনি অসলোয় ১০.০১ সেকেন্ড টাইমিং গড়ে জিতে নিজেকে মেলে ধরেন। তখনই বলেছিলেন ১০ সেকেন্ডের কম সময় শেষ করতে চান তিনি। অবশেষে সেটাই করে দেখালেন স্টকহোমে। এজন্য মাঝে মাত্র তিনদিন সময় নিয়েছেন। অবশ্য স্টকহোমে বাতাসটা তার অনুকূলেই ছিল। গত বছর রিও ডি জেনিরো অলিম্পিকে তিনি ব্যক্তিগত সেরা ৯.৯১ সেকেন্ড সময় নিয়েছিলেন। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন। নিলেন ৯.৬৯ সেকেন্ড সময়। স্টকহোমে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে আইভোরি কোস্টের বেন ইউসেফ মেইতে দ্বিতীয় এবং ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার রায়ান শিল্ডস তৃতীয় হয়েছেন। জয়ের পর গ্রাসি বলেন, ‘এ রকম কন্ডিশনে স্প্রিন্টে অংশ নেয়া দারুণ বিষয়। এরচেয়ে ভাল কিছু কেউ স্বপ্ন দেখতে পারে না। এখানে আমি আসার আগে আমি বলেছিলাম ঠা-ার কারণে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু যখন আমি অনুশীলন করেছি তখনই বুঝতে পারছিলাম ভাল একটা টাইমিং গড়া সম্ভব হতে পারে। আমি খুবই খুশি জিততে পেরে, যদিও বাতাসটা কার্যকর ভূমিকা রেখেছে। আমি অনুভব করছি যে বছরের পর বছর আমি উন্নতি করছি। কিন্তু এসবই বিশ্ব আসরের বিরাট প্রদর্শনীর আগে শুধুই প্রস্তুতি মাত্র।’
×