ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাস্তির মুখে ফুটবলার রোহান

প্রকাশিত: ০৭:১২, ২২ জুন ২০১৭

শাস্তির মুখে ফুটবলার রোহান

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৩০ মে পাইওনিয়ার ফুটবল লীগে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সোনারগাঁও সুপার স্টার ফুটবল একাডেমি বনাম নগর সমাজকল্যাণ সংঘের (কেন্দ্রীয় জোনের ‘খ’ গ্রুপ) ম্যাচটি। এতে সোনারগাঁও জয়ী হয় ৪-০ গোলে। রেফারির একটি সিদ্ধান্ত নাখোশ হয়ে খেলা শেষে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পরাজিত দলের ফরোয়ার্ড (১০ নম্বর জার্সিধারী) রোহান আহমেদ। বিষয়টি আমলে নেয় পাইওনিয়ার ফুটবল লীগ কমিটি। তারা বিষয়টি তদন্তের ভার দেয় টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটিকে। তারা ওই ঘটনার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে দুই-একদিনের মধ্যেই। সেই প্রতিবেদন আবার জমা দেয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। তবে একটি সূত্র থেকে জানা গেছে, অভিযুক্ত রোহানের বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তাকে সবধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হবে। অপরাধ যদি এরচেয়ে আরও গুরুতর হয় তাহলে শাস্তির মাত্রা আরও বাড়বে। শুধু তাই নয়, তার ক্লাবের বিরুদ্ধেও ৩০ মে’র ঘটনার উস্কানির অভিযোগের তদন্ত প্রমাণিত হলে ক্লাবকেও আনা হবে শাস্তির আওতায়। এ প্রসঙ্গে মঙ্গলবার পাইওনিয়ার ফুটবলের ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র জনকণ্ঠকে বলেন, ‘রোহান এর আগের ম্যাচেই (প্রতিপক্ষ রহমান ফুটবল একাডেমি) রেফারির সঙ্গে একই রকম ঘটনা ঘটিয়েছিল। তখনই তার ওপর আমাদের নজর ছিল। এবারের লীগে ৭১ দল অংশ নিয়েছে। দলগুলোর অধিকাংশ ফুটবলারেরই নৈতিক শিক্ষার প্রচ- অভাব রয়েছে। এটা অনাকাক্সিক্ষত। খেলাগুলো হচ্ছে খোলা মাঠে। আমরা যদি রেফারির নিরাপত্তা বিধান নিশ্চিত করতে না পারি তাহলে তারা খেলা পরিচালনা করতে নিরুৎসাহিত হবেন। বিচার না হলে ফুটবলাররা অপরাধ করতে আরও উৎসাহী হবে। কাজেই আমরা মাঠে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার করতে পারলে আগামীতে কোন ফুটবলার আর অপরাধ করতে সাহস পাবে না।’ ঢাকা হকি কার্নিভাল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা জেলা হকি কার্নিভাল মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রায় ১০০ হকি খেলোয়াড়ের উপস্থিতিতে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ৬টি পুরুষ দল ও ২টি মহিলা দলের অংশগ্রহণে হকি ম্যাচ অনুষ্ঠিত হয়। হকি কার্নিভাল অনুষ্ঠানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হকি ব্যক্তিত্ব প্রতাপ শংকর হাজরা, হকি কোচ আজিজ উল্লাহ হায়দার জামাল ও ক্রীড়া পরিদফতরের সহকারী পরিচালক ও সাবেক হকি খেলোয়াড় তারিকউজ্জামান নান্নু উপস্থিত ছিলেন।
×