ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুলাইয়ে দাবার পাঁচ টুর্নামেন্ট

প্রকাশিত: ০৭:১১, ২২ জুন ২০১৭

জুলাইয়ে দাবার পাঁচ টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ঈদের পরেই শুরু হচ্ছে দাবার ব্যস্ত সূচী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগামী জুলাইয়ে মোট পাঁচটি দাবা টুর্নামেন্টের খবর পাওয়া গেছে। প্রথমটি ম-ল স্পোর্টিং ক্লাবের আয়োজনে রাজশাহীতে ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট’। এটি অনুষ্ঠিত হবে ১-৪ জুলাই পর্যন্ত। প্রাইজমানি ১৫ হাজার টাকা। অংশ নেবেন ৪০ দাবাড়ু। দ্বিতীয়টি মোহাম্মদপুর চেস ক্লাবের আয়োজনে ঢাকার মোহাম্মদপুরে ‘র‌্যাপিড রেটিং টুর্নামেন্ট’। এটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই দিনব্যাপী। অংশ নেবেন ৫০ দাবাড়ু। তৃতীয়টি বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘সাইফ পাওয়ারটেক আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা।’ এটি অনুষ্ঠিত হবে ১৫-২৩ জুলাই পর্যন্ত। এতে অংশ নেবেন ‘এ’ ক্যাটাগরিতে ৭০ এবং ‘বি’ ক্যাটাগরিতে ২০০ দাবাড়ু। চতুর্থটি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে ২৮ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরস্থ রেডিয়াস একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ইউসিসিসি ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং চেস চ্যাম্পিয়নশিপ’। প্রাইজমানি ২০ হাজার টাকা এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি। অংশ নেবেন ৮০ দাবাড়ু। পঞ্চমটি ২৯ জুলাই দিনব্যাপী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘পোর্ট কলোনি ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’। অংশ নেবেন ১০০ দাবাড়ু। এই ৫টি টুর্নামেন্ট ছাড়াও জুলাইয়ে রাজশাহীতে একটি এবং কুষ্টিয়া/ঝিনাইদহে আরেকটি র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট আয়োজিত হতে পারে। তাছাড়া আগস্টে ঢাকা মহানগরী দাবা প্রতিযোগিতা এবং দ্বিতীয় বিভাগ দাবা লীগ আয়োজিত হতে পারে। ডিসেম্বরে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হবে একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। বছরের বাকি সময়ে ন্যাশনাল ‘এ’ এবং ‘বি’, ন্যাশনাল মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই এবং চূড়ান্ত পর্ব, প্রথম এবং প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ তো আছেই।
×