ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জার্মানি-চিলি হাইভোল্টেজ ম্যাচ আজ

প্রকাশিত: ০৭:০৭, ২২ জুন ২০১৭

জার্মানি-চিলি হাইভোল্টেজ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের কনফেডারেশন্স কাপের সবচেয়ে ব্যালেন্সড দল পর্তুগাল ও চিলি। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি থাকলেও তারা তারকাদের বিশ্রাম দিয়ে তরুণদের নিয়ে মিশনে এসেছে। এরপরও জার্মানির লক্ষ্য ট্রফি। তাইতো জার্মানি-চিলির লড়াই উত্তেজনা ছড়ানোর অপেক্ষায়। ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে শিরোপা প্রত্যাশী এই দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি হবে কাজানের কাজান এ্যারানায়। এই গ্রুপের আরেক ম্যাচে লড়বে নিজেদের প্রথম ম্যাচে হারা দুই দল ক্যামেরুন ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে ম্যাচটি জয়ের বিকল্প নেই কোন দলেরই। জার্মানি ও চিলি নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। জার্মানি ৩-২ গোলে অস্ট্রেলিয়াকে ও চিলি ২-০ গোলে ক্যামেরুনকে হারায়। তবে গোলগড়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে কোপা আমেরিকার সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। আজকের ম্যাচে যারা জিতবে তারাই পাবে সেমিফাইনালের টিকেট। দু’দলই জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে। জার্মানি-চিলি ম্যাচটি দারুণ উপভোগ্য হবে বলেই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। অনেকে চিলিকে এগিয়ে রাখছেন। কেননা এই দলে আছেন এ্যালেক্সিস সানচেজ, আর্টুরো ভিদাল, ভারগাসদের মতো তারকা। পক্ষান্তরে সব তারকাদের বিশ্রাম দেয়া জার্মানিতে তেমন পরিচিত কেউ নেই বললেই চলে। দলের অধিনায়ক উইলিয়ান ড্রাক্সলারকেও অনেকে ঠিকমতো চিনেন না। এ কারণেই চিলিকে বেশ সমীহ করছেন জার্মান কোচ জোয়াকিম লো। তিনি তো তাদের এগিয়েই রাখছেন। লো বলেন, গত কয়েক বছর চিলি অনেক ভাল করছে। তারা এখন বিশ্ব ফুটবলের সমীহ জাগানো দল। ড্রাক্সলার-চ্যান-ব্রান্ট-কিমিচদের মতো প্রতিভাবান তরুণরা খেলছেন জার্মানির হয়ে। কিন্তু তারা রোনাল্ডো-সানচেজদের কাতারের নন। অবাক ব্যাপার, পুরো দলের সম্মিলিত অভিজ্ঞতাই মাত্র ১৩৮ ম্যাচ। এই অনভিজ্ঞ দলটাকে নিয়েই প্রশ্নচিহ্ন আরও বড় হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর। ম্যাচটি কোনরকমে জিতলেও শেষদিকে অস্ট্রেলিয়া যেভাবে চেপে ধরেছিল তাতেই অনেকের শঙ্কা চিলি-পর্তুগালের সঙ্গে চাপটা সামলাতে পারবে কিনা তরুণ জার্মানি। জার্মান কোচ অবশ্য সহজ পথেই হাঁটছেন। তিনি কোন প্রত্যাশাই করছেন না দলকে নিয়ে।। সকারুদের বিরুদ্ধে শেষদিকে এসে পথ হারিয়ে ফেলাটাই ভাবাচ্ছে জোয়াকিম লোকে। পরের ম্যাচটা চিলির বিরুদ্ধে বলে চিন্তা আরও বেশি। জার্মান বস বলেন, আমি খুশি যে আমরা তিন পয়েন্ট পেয়েছি। তবে ৬০ মিনিটের পর আমরা পথ হারিয়ে ফেলেছি। এটি নিয়ে কাজ করতে হবে। চিলি ম্যাচটা অনেক কঠিন হবে। কারণ চিলি অনেক ক্ষিপ্র ও দক্ষ। আমাদের ৬০ নয়, ৯০ মিনিটই নিজেদের ধরে রাখতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জার্মানি দুটি গোলই খেয়েছে গোলরক্ষক বার্নড লেনোর হাস্যকর ভুলে। দু’বারই তিনি প্রথম প্রচেষ্টায় বল ধরতে ব্যর্থ হন। আর ফিরতি বলে গোল করে অস্ট্রেলিয়া। এরপরও গোলরক্ষককে আগলে রেখে লো বলেন, প্রথম গোলটা ঠেকানো সহজ ছিল না, আর দ্বিতীয় গোলের সময় বল অন্য একজনের গায়ে লেগেছে। ও হয়তো বলটা ধরে রাখতে পারত তবে ও ভাল গোলরক্ষক। এ নিয়ে আমার কোন সংশয় নেই। কোচ পাশে থাকলেও চিলির বিরুদ্ধে আজ লেনোর খেলা হচ্ছে না বলেই আভাস মিলেছে। আরেক গোলরক্ষক নিয়ে মাঠে নামতে পারে জার্মানরা। তারুণ্যনির্ভর দল হলেও জার্মানিকে হাল্কাভাবে নিচ্ছে না চিলিও। কোপা আমেরিকার চ্যাম্পিয়ণরা সেরাটা খেলেই জিততে চায়। দলটির কোচ জুয়ান এ্যান্টোনিও পিজ্জি বলেন, এটা ঠিক যে জার্মানির সেরা তারকারা আসেনি। কিন্তু তারা তো বিশ্বচ্যািম্পয়ন। এরাই ভবিষ্যতে খেলবে দেশের হয়ে। তাদের হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। জিততে হলে আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে। প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারালে জার্মানির বিরুদ্ধে তাই পরীক্ষা সানচেজ-ভিদালদের। নিজেদের প্রথম খেলায় আফ্রিকান চ্যাম্পিয়দের বিরুদ্ধে শেষ দশ মিনিটের জাদুতে জিতেছিল চিলি।
×