ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোবিজ তারকার ঈদ আয়োজন

প্রকাশিত: ০৬:৫৭, ২২ জুন ২০১৭

শোবিজ তারকার ঈদ আয়োজন

তাহসান খান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটারবাদক, কী- বোর্ড বাদক, সঙ্গীত পরিচালক, অভিনেতা, মডেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উপস্থাপক তাহসান খান। প্রতিটি ক্ষেত্রে সমান জনপ্রিয়। গায়ক হিসেবে পরিচিতি পেলেও গত কয়েক বছরে বিশেষ দিবসের নাটক- টেলিছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। এবারের ঈদেও ছোট পর্দার বেশকিছু কাজ করেছেন তাহসান। তার মধ্যে উল্লেখযোগ্য, মাবরুর রশিদ বান্নাহ’র ‘সে সময়ে তুমি আমি’, ইমরাউল রাফাতের ‘পরিণতি’, মাহমুদুর রহমান হিমির ‘আবারও’ প্রমুখ। নুসরাত ইমরোজ তিশা নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও পরিণত একজন অভিনেত্রী। যে কোন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তার জুড়ি মেলা ভার। এ কারণে নির্মাতারাও বিশেষ দিবসে তিশাকে নিয়ে কাজ করতে হয়ে ওঠেন আগ্রহী। সেই প্রেক্ষিতে এই ঈদে বেশ কিছু নাটক ও টেলিছবিতে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মাহমুদ দিদারের ‘কিছু আটপৌরে জীবনের গান’, ‘লীলাবতী শহরে’ ও ‘রঙমহল’, সাগর জাহানের ‘দূর পাহাড়’, আবু হায়াত মাহমুদের ‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’ ও ‘রঙ্গিন বায়োস্কোপ’, তপু খানের ‘কবি জানে, এ শহরে পারুল ফোটে না’ ও ‘মৃদুমন্দ ভালোবাসা’, রাকেশ বসুর ‘অন্তরালে, ইমরাউল রাফাতের ‘রাধুনী’ আসফাক নিপুণের ‘ছেলেটা কিন্তু ভালো ছিল’ সজীব খানের ‘সঙ্গী’ ‘তেরশো তেত্রিশ’ সহ অনেক নাটক। জোবান বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ মডেল ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। শোবিজের তরুণ তারকাদের মধ্যে তিনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে আছেন নিজের অভিনয় প্রতিভার গুণে। নিয়মিত কাজ করে চলছেন নাটক-বিজ্ঞাপনে। শুধু তাই নয়, জোভান নিজের ক্যারিয়ারের ব্যাপারেও অনেক সচেতনতা অবলম্বন করছেন। খুব বুঝে শুনে নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। তার অভিনীত প্রায় সব কাজই দর্শক সমাদৃত হচ্ছে। জোভানের এখন ব্যস্ততা চলছে ঈদের নাটক নিয়ে। এরেই মধ্যে শেষ করেছেন বেশকিছু নাটকের কাজ। তার মধ্যে রয়েছে রেজা মাহমুদ পরিচালিত ‘আচরণ’, পিন্টু সাহার ‘হুদয়ে মম’, হাবিব মাসুদের ‘পরিচয়’, তানভীর সানীর ‘এক ঘণ্টার বিয়ে’, তপু খানের ‘ভর্তি পরীক্ষা’, ‘মেঘের অনেক রঙ’ প্রমূখ। আসন্ন ঈদে প্রায় প্রতিটি চ্যানেলেই এসব তারকাদের অভিনীত নাটক দেখতে পাবেন দর্শকরা। সজল ছোটপর্দার জনপ্রিয় নায়ক সজল। একজন রোমান্টিক হিরো হিসেবে শীর্ষে থাকার খ্যাতিটা পেলেও বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দর্শক জনপ্রিয়তায় কয়েক শতাধিক নাটক- টেকিফিল্ম তার ঝুলিতে।এ কারণে বলা যায় সাফল্যে ভাসছে তার ক্যারিয়ার। সজল ধারাবাহিক নাটকে অভিনয় করেন না। এ কারণে সারা বছর তিনি খ- নাটক নিয়ে ব্যস্ত থাকেন। বারবারই প্রতি ঈদে তার অভিনীত অনেক নাটক প্রচার হয়। এবারও এর ব্যতিক্রম হবে না। ঈদ উপলক্ষে সজলকে বেশ কিছু নাটকে দেখা যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য, শাহরিয়ার সুমন পরিচালিত’বউ পাগল, তপু খানের ‘মৃদু মন্দ ভালোবাসা’, রাকেশ বসুর ‘অন্তরালে ও একটি রাত’, নুজহাত আলভী আহমেদের ‘মন্দ বাসি’, পারভেজ আমিনের ‘নীল অপরাজিতা’, জহির রায়হানের ‘বাজি’। তাছাড়াও ফেরদৌস হাসান রানা, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, শিহাব শাহিন, গোলাম সোহরাব দোদুল, আবুল কালাম আজাদ, নাজমুল হুদা শাপলা, মাহমুদ দিদারসহ অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন। মেহজাবিন চৌধুরী এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সৌন্দর্য ও অভিনয় গুণে অল্প সময়ের মধ্যেই তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। সমসাময়িক মিডিয়ার অন্যতম আলোচিত তারকা এ শিল্পী। নজরকাড়া সৌন্দর্য আর মন মাতানো হাসির রেশে দর্শকদের কাছে বরাবরই স্বপ্নকন্যা তিনি। আসন্ন ঈদে দুই ডজনেরও বেশি নাটকে অভিনয় করেছেন লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। ঈদে নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তবে প্রতিটি নাটকেই বৈচিত্র্যময় চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে। তেমনটাই জানা যায়। গল্প, নির্মাতা, চিত্রনাট্য যাচাই-বাছাই করে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে কাজ শেষ করেছেন ‘রোড টু সাকসেস’, ‘নীল আবর্তন’, ‘ফিরে যাওয়া কিংবা না ফেরার গল্প’, ‘অহর্নিশ ভালোবাসা’ ‘সোনার বরনী কইন্যা’ ‘বাঘিনী’ সহ বেশ কিছু নাটক।
×