ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

প্রকাশিত: ০৬:৪৬, ২২ জুন ২০১৭

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নগরীর টাইগারপাস এবং কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় বাস এবং ট্রাকের ধাক্কায় এ নিহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাইগারপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোরে। সেখানে সিটি বাসের ধাক্কায় নিহত হন রাফাঈল ম-ল (৫২)। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা। ভোরে কর্মস্থলে যাবার সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আবদুল কাইয়ুম। এ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১১টার দিকে। নিহত কাইয়ুমের বাড়ি আনোয়ারা উপজেলায়। তিনি শহর থেকে বাড়ি ফিরছিলেন। মীরসরাইয়ে দুই মোটর আরোহী সংবাদদাতা, মীরসরাই চট্টগ্রাম থেকে জানান, দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও দুজন আহত হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর প্রান্তে মিডিয়ান গ্যাপের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, বারইয়ারহাট কলেজ রোডের রহমান টেলিকমের মালিক সবুজ ও নুরুল আলম মিশু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের মিডিয়ান গ্যাপে বিপরীত দিক থেকে আসা মোশারফের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সবুজ (২৫) নিহত হয়। সবুজের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায়। অপরদিকে মোশারফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। নিহত মোশারফের বাড়ি ফেনী সদরে। তার বাবার নাম কালা মিয়া। গাইবান্ধায় হোটেলকর্মী নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া এলাকায় বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাতুর মিয়া (৩৮) নামে হোটেল কর্মী নিহত হয়েছে। হাতুর মিয়া ওই উপজেলার নাকাইহাট ইউনিয়নের রথের বাজার এলাকার বজলু মিয়ার ছেলে। রংপুরে দুই পাথর ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, তারাগঞ্জ উপজেলার চিকলিবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ধক্কায় দু’জন নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাঁচ পাথর ব্যবসায়ী মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিলেন। তারাগঞ্জ বাজার চিকলী ব্রিজ পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুই পাথর ব্যবসায়ী মারা যায়। নিহতরা হলেন মোঃ মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)। এদের বাড়ি পঞ্চগড়ে।
×