ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের সম্মেলনে কলাপাড়ার লাইলি

প্রকাশিত: ০৬:৪৫, ২২ জুন ২০১৭

জাতিসংঘের সম্মেলনে কলাপাড়ার লাইলি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ জুন ॥ অনগ্রসর জনপদের লাইলি বেগম এবার মেক্সিকোর কানকুনে জাতিসংঘের সম্মেলনে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কৌশলগত পরামর্শ, সমন্বয়, নারীদের দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণসহ নানাদিক নিয়ে লাইলি সেখানে বাংলায় বক্তৃতা করেছেন। নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে বাড়ি লাইলির। দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বৈশ্বিক সম্মেলন বা গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন বিষয়ক বিশ্বব্যাপী এ সম্মেলনে লাইলি দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নারীরা সরকারের এবং বেসরকারী উন্নয়ন সংস্থার সঙ্গে কীভাবে যৌথভাবে কাজ করেন তা বলেছেন। সেখানে তিনি নারী নেতৃত্বের অগ্রসর ভূমিকার কথা বলেছেন। বলেছেন দুর্যোকালীন জীবন যুদ্ধের কথা। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নারীরা সারাবিশ্বের রোলমডেল হতে পারে তার যৌক্তিকতা তুলে ধরেছেন। ২২ থেকে ২৬ মে অনুষ্ঠিত এ সম্মেলন শেষে দেশে ফিরে বুধবার দুপুরে লাইলি বেগম কলাপাড়া প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস ও এ্যাকশন এইড বাংলাদেশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্বাগত বক্তব্য রাখেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা আফরোজ কাজল। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ। লাইলি বলেন, তার জীবনটা গল্পের মতো। ১৫ বছর বয়সে বিয়ে। থেমে যাননি। বিয়ের পরেও পড়াশোনা করেছেন। এসএসসি সম্পন্ন করেছেন। সিডর-মহাসেন এর মতো দুর্যোগে যেমন নিজে মোকাবেলা করেছেন। তেমনি দলবদ্ধ হয়ে নারীদের নিয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতার কাজ করেছেন। অসংখ্য প্রশিক্ষণ নিয়েছেন এ সংক্রান্ত। অবলা থাকেননি। এখন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃত্ব দেন। সভাপতি তিনি। দুর্যোগে প্রথম পতাকা তুলে হুঁশিয়ারি সঙ্কেত দেন। দ্বিতীয় পতাকায় তুলে প্রচার চালান। আশ্রয় কেন্দ্রে যেতে বলেন।
×