ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেন টিকেট কালোবাজারি ঠেকাতে বিজিবি

প্রকাশিত: ০৬:৪৪, ২২ জুন ২০১৭

 রাজশাহীতে ট্রেন টিকেট কালোবাজারি ঠেকাতে বিজিবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আনন্দময় ঈদ ভ্রমণে যাত্রীদের ভোগান্তি কমাতে এবার রাজশাহী-ঢাকা রুটে অতিরিক্ত একটি স্পেশাল ট্রেন সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ঈদের পর পর আরও সাতদিন অতিরিক্ত এই ট্রেনটি চলাচল করবে রাজশাহী-ঢাকা রুটে। রাজশাহী-ঢাকা রুটে নিয়মিত তিনটি ট্রেন (পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু) চলাচল করে। তবে ঈদের কারণে আজ বৃহস্পতিবার থেকে ‘ঈদ স্পেশাল’ নতুন আরেকটি ট্রেন ছুটবে এই রুটে। ট্রেনটির ১১ বগির মধ্যে দুটি এসি এবং বাকিগুলো ননএসি। রাজশাহী রেলওয়ে সহকারী স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানান, বাড়তি ট্রেনটি বৃহস্পতিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পরবর্তী সাতদিন চলাচল করবে। এই ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ নামে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। আবার ঈদ স্পেশাল-৩ নামে ট্রেনটি প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করবে। যাত্রীর চাহিদা বিবেচনা করে বৃহস্পতিবার থেকেই রাজশাহী ও পাবর্তীপুরগামী ট্রেনগুলোও চলাচল করবে। এছাড়া রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আগের সব ট্রেন নিয়মিত সময়সূচীতেই চলবে। তবে ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোন অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না। স্টেশন মাস্টার ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করেন তিনি। এদিকে ফিরতি টিকেট বিক্রির শুরুর দিন থেকেই রাজশাহী রেলস্টেশনে মোতায়েন করা হয়েছে বিজিবি। টিকেট কালোবাজারি ও স্টেশনে যাত্রীদের হয়রানি বন্ধে মাঠে নেমেছে বিজিবি।
×