ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে চাল সংগ্রহ অভিযানে সাড়া নেই

প্রকাশিত: ০৬:৪৪, ২২ জুন ২০১৭

ময়মনসিংহে চাল সংগ্রহ অভিযানে সাড়া নেই

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্থানীয় মিল মালিকদের অনীহার কারণে চাল সংগ্রহ অভিযানে সাড়া মিলছে না ময়মনসিংহে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি থাকায় লোকসানের মুখে চুক্তিবদ্ধ মিল মালিকরা গুদামে চাল দিতে পারছে না। ফলে চলতি মৌসুমে চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছে স্থানীয় খাদ্য বিভাগ। তবে চুক্তিবদ্ধ মিল মালিকদের বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে কিছুটা প্রণোদনা দেয়া হলে চাল সংগ্রহ অভিযানে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় খাদ্য বিভাগের সূত্র জানায়, চলতি সালের গত ২ মে থেকে শুরু হওয়া সরকারের চাল সংগ্রহের এই অভিযান আগামী ৩১ আগস্ট শেষ হওয়ার কথা। সরকার চালের কেজি ৩৪ টাকা নির্ধারণ করে ময়মনসিংহে ৪৮ হাজার ৩২৭ মে.টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এ জন্য ময়মনসিংহের ২৭৯ জন মিল মালিকের সঙ্গে স্থানীয় খাদ্য বিভাগের চুক্তি সম্পাদিত হয়। কিন্তু এই লক্ষ্যমাত্রার বিপরীতে জেলায় এখন পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে মাত্র ১৯ হাজার মে.টন। নতুন করে কোন মিলার গুদামে আর চাল দিচ্ছে না। ময়মনসিংহ সদরের আলালপুর আকাশী এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের মালিক আনিসুর রহমান জানান, বাজারে প্রতি মণ ধান ১ হাজার টাকা থেকে ১ হাজার ১৫০ টাকা দরে কিনতে হচ্ছে। সরকার চালের কেজি প্রতি মূল্য দিচ্ছে ৩৪ টাকা। অথচ খোলা বাজারের কোথাও মোটা চালের কেজি ৪০ টাকার নিচে নেই। এমতাবস্থায় খাদ্য বিভাগের সঙ্গে তার ১০০ মে.টন চাল সরবরাহ দেয়ার যে চুক্তি হয়েছে তাতে করে তাকে কমপক্ষে ২ লাখ টাকা লোকসান গুনতে হবে।
×