ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ার মধ্যে সর্বোচ্চ দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৩৯, ২২ জুন ২০১৭

এশিয়ার মধ্যে সর্বোচ্চ দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বজুড়েই গত কয়েক মাস ধরে বাড়ছে চালের দাম। তবে বাংলাদেশের বাজারে ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। এতে এশিয়ার মধ্যে এখন সর্বোচ্চ দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে। তাই শীঘ্রই পণ্যটির মজুত ও ধান চাষ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাদ্যপণ্য চাল। প্রতিদিন অন্তত চারশ’ কোটি মানুষের পাতে পড়ে এই পণ্য। আর প্রতিটি বাঙালীর ভাত ছাড়া যেন চলে না একদিনও। অথচ হুট করেই লাগামহীন চালের বাজার। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসাব বলছে, বিশ্বব্যাপী চালের দর বাড়ছে গত তিন মাস ধরে। এই ধারা বাংলাদেশেই যেন সবচেয়ে বেশি। প্রতিবেশী ভারত কিংবা পাকিস্তানে যেখানে চালের দর ৩৬ টাকা কেজি, সেখানে দেশে তা কিনতে হচ্ছে ১২ টাকা বেশিতে। শুধু উপমহাদেশেই নয়, এশিয়াতে সবচেয়ে বেশি চালের দাম বাংলাদেশেই। কৃষিবিজ্ঞানী অধ্যাপক আব্দুল হামিদের দাবি, ধান চাষে কৃষকের অনগ্রহ চালের উৎপাদন কমাচ্ছে। যার প্রভাব পড়ছে বাজারে। চালের মত নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। এ অবস্থা মূল্যস্ফীতিকে আরো বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদ এস. কে মুজেরী। ১৫ বার পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। আগামী ৩০ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় ১৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল। গত সোমবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন নির্ধারণ করেন। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।
×