ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

প্রকাশিত: ০৬:৩৫, ২২ জুন ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ॥ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের বোনাস লভ্যাংশ গত ২১ জুনের মধ্যে শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১৩ পয়সা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কেও (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই নগদ। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ৩৪ পয়সা। আর এককভাবে এনএভি ৩০ টাকা ২৭ পয়সা। ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ॥ ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১১ শতাংশ বোনাস। আর ৩ শতাংশ নগদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩০ পয়সা।
×