ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের পরেই ফয়সালা ॥ দুদু

প্রকাশিত: ০৬:৩৪, ২২ জুন ২০১৭

ঈদের পরেই ফয়সালা ॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ ঈদের পরেই গণতন্ত্র ও সহায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের সঙ্গে ফয়সালা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বর্তমান সরকার নির্বাচনের সময় সহায়ক সরকারের ব্যবস্থা না করলে আন্দোলন করে তা আদায় করা হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে ‘জাতীয় দল’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিশোধ নেয়া হবে আগামী দিনে সহায়ক সরকার প্রতিষ্ঠা, ২০ দলীয় জোটকে ক্ষমতায় বসানো, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। সরকারের উদ্দেশে তিনি বলেন, যত চেষ্টা আর বিএনপি নেতাদের ওপর ভয়ভীতি প্রদর্শন করুন না কেন ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, সময় থাকতে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আলোচনা শুরু করুন। আলোচনা করতে ব্যর্থ হলে আপনাকে আন্দোলনের মুখোমুখী হতে হবে। ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হাল নাগাদ করার কাজ স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে ৯ আগস্ট পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব সচিব মোহাম্মদ আবদুল্লাহ্। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলতে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান। সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক ভোটার হওয়ার যোগ্য কিন্তু বিভিন্ন কারণে হতে পারেনি হালনাগাদে কেবল তাদেরই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
×