ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাদশাহ সালমান ভাইপোকে বাদ দিয়ে ছেলেকে করলেন যুবরাজ

প্রকাশিত: ০৬:৩২, ২২ জুন ২০১৭

বাদশাহ সালমান ভাইপোকে বাদ দিয়ে ছেলেকে করলেন যুবরাজ

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে দেশটির নতুন ক্রাউন প্রিন্স করেছেন। সৌদি আরবে যুবরাজই বাদশাহর উত্তরসূরি। বুধবার এক ফরমানের মাধ্যমে বাদশাহ ওই পদে পরিবর্তন আনেন বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে। খবর সিএনএন অনলাইনের। এসপিএ জানিয়েছে, সৌদি আরবের উত্তরাধিকার নির্ধারণ কমিটির ভোটাভুটিতে ৪৩টি ভোটের মধ্যে ৩১টি ভোট পান প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার মধ্যরাতে মক্কার আল সাফা প্রাসাদে উত্তরাধিকার নির্ধারণ কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩২) উপ-প্রধানমন্ত্রী, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন। বাদশার ডিক্রিতে প্রিন্স আবদুল আজিজ বিন সউদ বিন নাইফকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। উট-ভেড়া বহিষ্কার! সৌদি আরবের পশু চারণ ভূমি থেকে কাতারের সব উট ও ভেড়া বহিষ্কার করা হয়েছে। ইতোমধ্যে ১৫ হাজার উট ও দশ হাজার ভেড়া সীমান্ত অতিক্রম করে কাতারে ফিরে গেছে। ফিরে যাওয়া উট-ভেড়ার পালের জন্য একটি জরুরী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে পানি ও পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে। -বিবিসি কুকুরের পিঠে চড়ে ... কুকুরের পিঠে চড়ে খাবার চুরি করছে এক ছোট্ট শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন জোকস রব হারবার্ট নামের একব্যক্তি। ভিডিওতে দেখা যায়, ফ্রিজ থেকে খাবার চুরি করতে গিয়ে বারবার কুকুরের পিঠ থেকে পা পিছলে পড়ে যাচ্ছিল শিশুটি। বেশ কয়েকবার চেষ্টার পর শিশুটি ফ্রিজের দরজা খুলতে পারলেও কুকুরটি তখন তাকে ছেড়ে চলে যায়। আর শিশুটি ফ্রিজ ধরে ঝুলতে থাকে। -ওয়েবসাইট
×