ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনায় নাৎসি শিল্পকর্মের ভাণ্ডার জব্দ

প্রকাশিত: ০৬:৩২, ২২ জুন ২০১৭

আর্জেন্টিনায় নাৎসি শিল্পকর্মের ভাণ্ডার জব্দ

আর্জেন্টিনায় পুলিশের অভিযানে দেশটির এ যাবতকালের সবচেয়ে বড় নাৎসী শিল্পকর্মের সংগ্রহ জব্দ করা হয়েছে। ‘নিকটপ্রাচ্য’ শিরোনামের এক অভিযানে রাজধানী বুয়েনস আইরেসের উত্তরাঞ্চলে এক শিল্প সংগ্রাহকের বাড়িতে ইন্টারপোল ও দেশটির পুলিশ অভিযান চালিয়ে এসব দুর্লভ শিল্পকর্ম বাজেয়াফত করে। তারা বাড়ির গোপন করিডর দিয়ে ভিতরে ঢুকে কক্ষভর্তি নাৎসী শিল্পকর্ম ও বইয়ের শেলফের আড়ালে রাখা প্রতœতাত্ত্বিক শিল্পকর্ম খুঁজে বের করে। খবর নিউজউইক অনলাইনের। ওই শিল্প সংগ্রাহক নাৎসীবাদের চিহ্নবাহী ৭৫টি বস্তু ও অন্যান্য নাৎসী জিনিস একটি গোপন কক্ষে লুকিয়ে রাখেন। এসব জিনিসের মধ্যে এডলফ হিটলারের বর্ম, ছবি, শিশুদের ধাঁধা তৈরির খেলা ও খঞ্জরসহ কয়েকটি চিকিৎসা বিষয়ক যন্ত্রও ছিল। এছাড়া তিন হাজার বছরের পুরনো প্রাণীর মমিসহ এশীয় ও প্রাচীন মিশরীয় বেশকিছু দুর্লভ শিল্পকর্ম এ অভিযানে জব্দ করেছে পুলিশ। কালোবাজারে বিক্রি করতেই এগুলো জড়ো করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গেল আট জুন বাড়িটিতে হানা দিলেও দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ সোমবার বিকালে একটি সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। বুলরিচ বলেন, ইতিহাসবেত্তাদের সহায়তায় পুলিশ শিল্পকর্মগুলোর একটি তালিকা তৈরি করেছেন। কখন ও কিভাবে এসব জিনিস দেশে প্রবেশ করেছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, তদন্ত শেষে সব শিল্পকর্ম রাজধানীর হলোকস্ট মিউজিয়ামে রাখা হবে। আর্জেন্টিনার মানবাধিকার ও সাংস্কৃতিক বহুত্ববাদ বিষয়ক মন্ত্রী ক্লডিও আভরুজও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বিশাল নাৎসী শিল্পকর্ম জব্দ করে সবার সামনে নিয়ে আসার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং এসব জিনিস জাদুঘরে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
×