ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন প্রযুক্তির কীবোর্ড

প্রকাশিত: ০৬:১৬, ২২ জুন ২০১৭

নতুন প্রযুক্তির কীবোর্ড

মাইক্রোসফট আঙ্গুলের ছাপ শনাক্তকারী রিডার সংবলিত একটি আধুনিক কীবোর্ড তৈরি করেছে। নতুন এই কীবোর্ডটি সারফেস কীবোর্ডের একটি নতুন সংস্করণ এবং দেখতেও প্রায় একই রকম। এই কীবোর্ডটি আঙ্গুলের ছাপ শনাক্তকারী রিডার যুক্ত করা হয়েছে এবং সারফেস কীবোর্ড তারবিহীন থাকলেও এই আধুনিক কীবোর্ডটিতে তারযুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। মাইক্রোসফট কীবোর্ডের ডান দিকে দ্বিতীয় উইন্ডো কীতে ফিঙ্গার প্রিন্ট রিডারটি যুক্ত করেছে। এটি উইন্ডোজ-১০-এ লগইন করার মাধ্যমে অথবা উইন্ডোজ হ্যালো ব্যবহার করে ওয়েবসাইটেও ব্যবহার করা যাবে। কীবোর্ডটি উইন্ডোজ-১০, ম্যাক ওএস এবং এ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণগুলোতে ব্যবহার করা যাবে। প্রাথমিক পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২৯ দশমিক ৯৯ ডলার। -দ্য ভার্জ
×