ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় মওদুদের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৬:১৫, ২২ জুন ২০১৭

দুর্নীতি মামলায় মওদুদের বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ বিএনপি নেতা মওদুদের বিরুদ্ধে সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠন করে ২৬ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। বুধবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ কেএম ইমরুল কায়েস আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। বিএনপি নেতা মওদুদ নিজেই অব্যাহতির আবেদন ও শুনানি করেন। ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকীর গুলশান থানায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৫ মে আদালতে চার্জশীট দাখিল করা হয়। মামলাটি বাতিলের জন্য মওদুদ আহমেদ উচ্চ আদালতে আবেদন করায় দীর্ঘদিন নি¤œ আদালতে বিচার কার্যক্রম স্থগিত ছিল। মামলার চার্জশীটে মওদুদের বিরুদ্ধে ৪ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৫৭৩ টাকার সম্পদের তথ্য গোপন ও ৯ কোটি ৪ লাখ ৩৭ হাজার ২৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মওদুদ আহমদের সম্পদের মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের কাওরানবাজার শাখায় ৮০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখায় নিজের স্বাক্ষরে ১৯ বেনামে এ্যাকাউণ্টে ১ কোটি ৯০ লাখ টাকা এবং ইস্টার্ন ব্যাংকের দিলকুশা শাখায় ৮ যৌথ হিসাবে ৬৬ লাখ টাকার এফডিআর আছে। এছাড়া স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও আরব বাংলাদেশ ব্যাংকের নবাবপুর শাখাতে তার নামে অর্থ জমা আছে। তার নামে আমেরিকা ও লন্ডনে দুটি বাড়ি আছে। ২০০০ সালের আগে-পরে তিনি এই বাড়ি দুটি নিজের নামে কিনলেও পরবর্তী সময়ে মেয়ের নামে দিয়ে দেন। বাড়ি দুটির মূল্য ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। টাস্কফোর্স ও দুদকের জিজ্ঞাসাবাদে মওদুদ এই বাড়ির কথা স্বীকার করেন। বিডিনিউজ জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ক্ষেত্রে আইনের ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করা হয়নি অভিযোগ করে অনাস্থা জানিয়েছেন তার আইনজীবীরা। আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত মওদুদ আহমদকে অভিযোগ পড়ে শোনাননি বিচারক। জরুরী অবস্থার সময় ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে এ মামলা করেন। পরে দুদকের উপ-পরিচালক শরিফুল হক সিদ্দিকী ২০০৮ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র দেন।
×