ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০০:৫৪, ২১ জুন ২০১৭

দিনাজপুরে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারদের যৌন হয়রানীর ঘটনায় কোচ আবু সামাদ মিঠুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন খেলাঘর। আজ বুধবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে খেলাঘর আয়োজিত এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানানো হয়। অভিযুক্ত আবু সামাদ মিঠু জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র গেম ডেলেভপমেন্ট কোচ। একইসাথে তিনি জেলায় পরিচালিত প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক। মানববন্ধন কর্মসূচীতে জানানো হয়, ৯ম শ্রেনীতে পড়–য়া এক মেয়ে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে আবু সামাদ মিঠুর অধীনে ক্রিকেট অনুশীলন করে আসছে। চলতি বছরের ১ জুন মাঠে অনুশীলন করার সময় ওই ছাত্রী বলের আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিঠু মাঠের পার্শ্বে অবস্থিত স্পোর্টস ভিলেজে নিয়ে যায়। এ সময় সেখানে কোচ মিঠু ছাত্রীটির শ্লীলতাহানি ঘটায়। পরে বাড়িতে এসে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে খাওয়া-দাওয়া ও কথা বলা বন্ধ করে দেয়। পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনাটি পরিবারকে জানায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলমের কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় কেন মিঠুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। আগামী ৩ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
×