ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাস্তার পাশ থেকে এএসপির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৩:৪৬, ২১ জুন ২০১৭

রাস্তার পাশ থেকে এএসপির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর মিরপুরে রাস্তার পাশ থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রূপনগর-বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। নিহত পুলিশ কর্মকর্তার নাম মিজানুর রহমান। তিনি হাইওয়ে পুলিশের সভার সার্কেলে এএসপি হিসেবে কাজ করছিলেন। রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের এডিসি কামাল হোসেন বলেন, মিজানুর রহমান ভোর ৫টার দিকে কর্মস্থল সাভারে যাওয়ার জন্য উত্তরার বাসা থেকে বের হন। পরে সকালে সাড়ে ১১টায় রূপনগর বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে তার মৃতদেহ পাওয়া যায়। তার মুখে ছুরির আঘাতের দুটি চিহ্ন রয়েছে। গলায় রুমাল পেচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে, ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের কাছে এএসপি মিজানুর রহমানের দুটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে মানিব্যাগ পাওয়া যায়নি বলে জানান তিনি। এডিসি কামাল হোসেন জানান, মরদেহের সুরতহাল চলছে। পরে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা পরে নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
×