ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে অনুষ্ঠিত হলো কর্মসংস্থান সম্মেলন

প্রকাশিত: ০৮:২০, ২১ জুন ২০১৭

রাজধানীতে অনুষ্ঠিত হলো কর্মসংস্থান সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ ‘একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার বিকল্প নেই’- এ সেøাগান নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো কর্মসংস্থান সম্মেলন। শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজে অনুষ্ঠিত সম্মেলনে ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে সরকারকে কারিগরি শিক্ষার ওপর আরও জোর দেয়ার আহ্বান জানান শিক্ষক ও বিশেষজ্ঞরা। মোহাম্মদপুরের টাউন হল ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অধীনে এসআইটিসির এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপমহাব্যবস্থাপক মোঃ আবুল কাশেম। এসআইটিসি’র অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান, গোলাম জিলানী, তামান্না ফেরদৌস, সরদার নাসির আহমেদ, দেলোয়ার হায়দার, জাকির হোসেন, সুশীল চৌধুরী, শফিকুল ইসলাম পাপ্পু, মোহাইমেনুল সজিব প্রমুখ।
×