ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ

প্রকাশিত: ০৮:১৮, ২১ জুন ২০১৭

কবি নির্মলেন্দু গুণের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যে কাব্য ভুবনের অনন্য এক কবি নির্মলেন্দু গুণ। আজ বুধবার নন্দিত এই কবির ৭৩তম জন্মদিন। ১৯৪৫ সালের আজকের এইদিনে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাশবন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতাপূর্ব এবং স্বাধীনতা-পরবর্তী বাংলা কবিতার প্রধান দিকপালদের একজন কবি নির্মলেন্দু গুণ। বাংলাদেশের স্বাধীনতা, শ্রেণীসংগ্রাম, প্রেম-বিরহ, জীবন-প্রকৃতি আর স্বপ্ন দেখার অলীক ঘোর তার কবিতার প্রাণশক্তি। কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উপলক্ষে আজ কোন আয়োজন নেই। আপন জন্মদিন প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্মলেন্দু গুণ লিখেছেন, এক বছর পর এবার যখন প্রাকৃতিক নিয়মে আমার জন্মদিনটির পুনরাবৃত্তি ঘটতে চলেছে তখন জন্মদিন ও জন্মবার্ষিকীর মধ্যকার পার্থক্যটা স্পষ্ট করতে চাই। মানুষের জন্মদিন জন্মবার্ষিকী থেকে এক বছর বেশি হয়ে থাকে। জন্মদিনের আয়োজন সম্পর্কে তিনি লিখেছেন, আমার ৭৩তম জন্মদিনটিকে স্মরণীয় করার জন্য এবার আমি আমার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার গ্রামে, আমার প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন ও শৈলজা সঙ্গীত ভুবনের ছাত্র-ছাত্রীরা বীরচরণ মঞ্চে আমার জন্মদিন পালন করবে। আমি সেই অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য উদ্যোক্তাদের সম্মতি লাভ করেছি।’ সাহিত্যে বিশেষ অবদানের জন্য নির্মলেন্দু গুণ পেয়েছেন বেশ কিছু পুরস্কার। তার মধ্যে অন্যতম হলো ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ২০১১ সালে একুশে পদক, ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার, ২০১৬ সালে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার।
×